মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
17.4 C
Toronto

Latest Posts

থ্রেডস ব্যবহারের কথা ভাবছে কানাডিয়ান পুলিশ

- Advertisement -
কানাডার পুলিশ ও ইমার্জেন্সি রেসপন্স এজেন্সিগুলোও টেক্সটভিত্তিক নতুন অ্যাপটি ব্যবহারের কথা ভাবছে। দীর্ঘদিন ধরেই সরকারি সংস্থার কাছ থেকে বৃহত্তর জনগোষ্ঠীর তথ্য পাওয়ার নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে টুইটার

অসংখ্য মানুষ এখন টুইটারের প্রতিদ্বন্দ্বী মেটার থ্রেডস ব্যবহার করছে। কানাডার পুলিশ ও ইমার্জেন্সি রেসপন্স এজেন্সিগুলোও টেক্সটভিত্তিক নতুন অ্যাপটি ব্যবহারের কথা ভাবছে। দীর্ঘদিন ধরেই সরকারি সংস্থার কাছ থেকে বৃহত্তর জনগোষ্ঠীর তথ্য পাওয়ার নির্ভরযোগ্য উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে টুইটার।

বিলিয়নেয়ার ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর বিক্ষুব্ধ সময়ে থ্রেডস চালু করা হলো। মাস্কের নেতৃত্ব কিছু ব্যবহারকারীকে বিকল্প প্ল্যাটফরম খুঁজতে বাধ্য করছে। কানাডার কিছু সরকারি সংস্থা এরই মধ্যে থ্রেডসের আশ্রয় নিয়েছে। কিন্তু বাকিরা থ্রেডসে অ্যাকাউন্ট খুলবে কিনা সে ব্যাপারে এখনো চিন্তা-ভাবনা করছে। সবার আগে যারা থ্রেডস ব্যবহার শুরু করেছে তারের মধ্যে রয়েছে ক্যালগেরি ও এডমন্টনের পাবলিক সার্ভিস।

- Advertisement -

এডমন্টন পুলিশ সার্ভিসের মুখপাত্র ক্যারোলিন মারান বলেন, পুলিশের থ্রেডসে একটি অ্যাকাউন্ট রয়েছে এবং চলমান ব্যবহারের জন্য একটি কৌশল উন্নয়নে কাজ করছে তারা। তবে বাহিনীর টুইটার অ্যাকাউন্টও অ্যাক্টিভ থাকবে।

আরসিএমপি বলেছে, থ্রেডস ব্যবহারের বিষয়টি তাদের কাছে উন্মুক্ত রয়েছে। তবে আপাতত তারা বিদ্যমান প্ল্যাটফরমেই থাকতে চায়। এর মধ্যে রয়েছে টুইটার, ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম।

আরসিএমপির মুখপাত্র মেরি-ইভ ব্রেটন বলেন, প্রথাগত সংবাদ মাধ্যমের উপস্থিতি ও সেগুলোর নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ায় এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই কার্যকর হয়ে উঠছে। যদিও এসব টুলস পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ায় এর সঙ্গে সঙ্গে আমাদের যোগাযোগের কৌশলও পরিবর্তন করতে হবে।
থ্রেডসের বিষয়টি মূল্যায়ন করে দেখা হচ্ছে বলে জানিয়েছে টরন্টো, অটোয়া এবং মন্ট্রিয়লের ফায়ারফাইটার ও পুলিশ এজেন্সি। তবে এখন পর্যন্ত থ্রেডসে কোনো অ্যাকাউন্ট খোলেনি তারা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.