সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩
14.6 C
Toronto

Latest Posts

এবার টরন্টোতে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

- Advertisement -

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে কানাডার টরন্টো শহরে। টরন্টোর জাপানিজ-কানাডিয়ান কালচারাল সেন্টারে এ-বছর সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) অনুষ্ঠিতব্য এই সমাবেশটির স্থানীয় আয়োজক টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা।’ পাঠশালার কর্ণধার টরন্টোবাসী অনুবাদক-সংগঠক-শিল্পী ফারহানা আজিম শিউলী পঞ্চম সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

- Advertisement -

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আজ বাঙালিরা। অনাবাসী বাঙালি লেখক ও সাহিত্যামোদীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে বছর পাঁচেক আগে যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গঠিত হয়। এই সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অন্যতম। প্রথম সমাবেশটি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। পরবর্তী দুটি সমাবেশ ২০২০ এবং ২০২১-এ আন্তর্জালে আয়োজিত হলেও চতুর্থ সমাবেশটি ফিরে আসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের লেক ফরেস্ট শহরে। সমাবেশে স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, বই ও লেখক পরিচিতি, লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী, সাহিত্য আড্ডা ও সান্ধ্য সাংস্কৃতিক আয়োজন থাকে। বর্তমানে উত্তর আমেরিকার পরিধি ছাড়িয়ে এই পরিষদ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের বাংলা সাহিত্যানুরাগীদের নিয়েও কাজ করছে।

টরোন্টোয় পঞ্চম সমাবেশ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে অনাবাসী লেখকদের লেখা নিয়ে সাহিত্য সংকলন ‘হৃদবাংলা।’ একই সঙ্গে বিজ্ঞাপন সম্বলিত একটি চাররঙা সুভ্যেনিরও প্রকাশিত হবে। সমাবেশস্থলে অংশগ্রহণকারী সব সাহিত্যিকদের প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ থাকবে।
টরন্টোর এই পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে আপনাদের সাদর আমন্ত্রণ রইল।

নিবন্ধন (Registration) লিঙ্ক: http://nabls.org/regn2023/
হোটেল বুকিং লিঙ্ক: https://www.torontodonvalleyhotel.com/
(ডিস্কাউন্ট কোড “SMERF”)
অনুদান(Donation): [email protected] (পাঠশালার পে-প্যাল অ্যাকাউন্টে। এই একই ইমেইলে কানাডার মধ্যে ইমেইল-ট্রান্সফার করা যাবে।)
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ: [email protected]

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.