এক স্লোবার্ডস পাইলটের বিরুদ্ধে ওঠা যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স। ১ ও ২ কানাডিয়ান এয়ারফোর্স ডিভিশনের কমান্ডাররা এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছেন। তাতে বলা হয়েছে, ৪৩১ স্কোয়াড্রনের এক সদস্যের বিরুদ্ধে যৌন অসদাচরণের এই অভিযোগ উঠেছে। কানাডিয়ান ফোর্সেস ন্যাশনাল ইনভেস্টিগেশন সার্ভিস অভিযোগ তদন্ত করে দেখছে।
ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল ডিফেন্সের মুখপাত্র জেসিকা লামিরান্দে বলেন, ওই সদস্য এরিয়াল অ্যারোবেটিকস টিমের একজন পাইলট। তবে কোনো অভিযোগ এখনো দায়ের করা হয়নি। কখন এবং কোথায় যৌন অসদাচরণের ঘটনা ঘটেছে তা প্রকাশ করেননি তিনি।
বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে ব্যক্তি এই যৌন অসদাচরণের শিকার হয়েছেন তিনিও সশস্ত্র বাহিনীরই সদস্য। এর ফলে ¯েœাবার্ডস এখন নয়জনের পরিবর্তে আটজনের দল হিসেবে এয়ার ডিসপ্লে করবে। অনির্দিষ্ট সময়ের জন্য এই ব্যবস্থা চালু থাকবে।
লামিরান্দে বলেন, প্রদর্শনী বছর শুরু হওয়ার আগে পাইলটরা বেশ কয়েকটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়ে থাকেন। কাউকে স্থলাভিষিক্ত করতে হলে আমাদের অতিরিক্ত টিউটর পাইলট থাকতে হয়, য্রা পূর্ণাঙ্গ প্রশিক্ষণ থাকে এবং অন্যদের মতো তাকেও একই মহড়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রমিক্ষন রয়েছে এবং এখনই যাওয়ার জন্য প্রস্তুত এমন কেউ এই মুহূর্তে আমাদের হাতে নেই।
ডিএনডি বলেছে, যার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ উঠেছে তাকে ১৫ উইং মুস জয়ে নন-অপারেশনাল ডিউটিতে দেওয়া হয়েছে। ভুক্তভোগী ব্যক্তি এবং সিএএফ সদস্যকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। আরসিএএফ এ ধরনের সব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে এবং তদন্তকারীদের সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা করে।