গত ১৮ জুন, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ৩০৯৮ ডেনফোর্থ এভিনিউস্হিত এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের সভাপতি ড. এ এম এম তোহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় কমিটির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সম্প্রতি স্থগিত বার্ষিক সাধারণ সভা পুনরায় অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনের বিষয় নিয়ে সবাই আলোচনা হয়। সভাপতি তার বক্তব্যে পূর্ব নির্দ্ধারিত এজিএম স্থগিত করা প্রেক্ষাপট তুলে ধরেন। এ নিয়ে সকলের সাথে আলোচনা সাপেক্ষে আগামী ৯ অথবা ১০ ই-সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ১৯ ই-আগস্ট অনুষ্ঠিতব্য বার্ষিক বনভোজন সফল করার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শেখ জসিম উদ্দিনকে আহবায়ক, মোহাম্মদ রফিকুল ইসলাম ও জহিরুল হক চৌধুরীকে যুগ্ন আহবায়ক করে একটি কমিটি করা হয়। কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ হাসান তারিক চৌধুরী, ড. মোঃ হুমায়ুন কবির, সুধান কুমার রায়, মোহাম্মদ কামরুল চৌধুরী, দেবরাজ বিশ্বাস, কাজী আব্দুল বাসিত, শরীফা কামাল মসি ও তেহজিনা এমদাদ নুপুর।
সভায় উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, অনুপ সেনগুপ্ত, সারওয়ার জামান, সৈয়দা সেলিনা সরওয়ার, কানিজ ফাতেমা, তানভী হক, বাহাউদ্দিন আহমেদ বাহার, তাপস ভট্টাচার্য, একেএম খোরশেদ আলম খান, মোহাম্মদ গিয়াস উদ্দিন ও তানভীর আলম। পরিশেষে চা চক্রের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় । প্রেস বিজ্ঞপ্তি।