বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1.3 C
Toronto

Latest Posts

ইউনাইটেড বাউ এলামনাই কানাডার বাংলাদেশী শাক-সব্জীর উন্নত জাতের চারা বিতরণ

- Advertisement -

গত ২৭ মে শনিবার ইউনাইটেড বাউ এলামনাই কানাডা (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর কানাডা প্রবাসী গ্রেজুয়েটদের সংগঠন) ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে প্রতি বছরের মত এবারও দেড়শজন সব্জি বাগানীদের মাঝে বাংলাদেশী উন্নত জাতের শাক-সব্জির চারা বিতরণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কারবোরো সাউথওয়েস্ট এর এমপিপি ডলি বেগম।

- Advertisement -

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড বাউ এলামনাই কানাডার সভাপতি ফায়েজুল করিম, সাধারণ সম্পাদক মির্জা মোস্তাফিজুর রহমান পারভেজ, এগ্রি ইন্জিনিয়ার ড. মাহবুব রেজা, শাক-সব্জি চাষ বিশেষজ্ঞ কামাল মোস্তফা হিমু, আবাকানের সভাপতি ডঃ শরীফ আসাদুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক হাশমত আরা চৌধুরী (জুঁই), সিনিয়র বাগানীদের পক্ষে নুরুল ইসলাম, আফসানা চৌধুরী (প্রোগ্রাম কোর্ডিনেটর, বেঙ্গলি সিনিয়র্স প্রোগ্রাম,ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টার) ও ডায়না (ম্যানেজার, বেঙ্গলি সিনিয়র্স প্রোগ্রাম, ডব্লিউএসএনসিসি)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারা বিতরণ কর্মসূচির সাব- কমিটির আহ্বায়ক ড. প্রশান্ত সরদার এবং সদস্য সচিব গোলাম আজম চৌধুরী। তাদের সাথে দুলাল চন্দ্র পাল, জিয়াউল আহছান চৌধুরী, মোঃ আব্দুর রাজ্জাক, ফরিদ আহমেদ, রৌশন পারভীন, নাজমুল হুদা খান, সেলিনা ইয়াসমিন, জাহানারা খানম, সাহেদা আজমী, মোঃ মাহবুব আলম, কাজী জাকির আহসান হাবিব সর্বাত্মক সহায়তা প্রদান করেন।

উল্ল্যেখ যে, কৃষিবিদ মুমিনুল আজম গোয়েল্ফে তার নিজস্ব তত্বাবধানে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র(বারি) ও ইফসা (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়) এর গবেষণালব্দ ও উদ্ভাবিত বাংলাদেশী উন্নতজাতের শাক-সব্জির বীজ থেকে চারা উৎপাদন করে বাউ এলামনাইকে দিয়েছেন স্বল্পমূল্যে। কানাডা প্রবাসী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ঢাকাস্থ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী দানেশ কৃষি বিশ্ববিদ্যালয়, দুমকি- পটুয়াখালির কৃষি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রেজুয়েটরা যারা বাংলাদেশ, জাপান, চীন, ফিলিপিনস্, ভারত, ইউরোপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে উচ্চতর পর্যায়ে অধ্যয়ন ও গবেষণা করেছেন তারা তাদের দীর্ঘদিনের শ্রমের মাধ্যমে কানাডার বৈরী পরিবেশ ও আবহাওয়ায় উৎপাদনযোগ্য বাংলাদেশের উন্নতজাতের বিভিন্ন শাক-সব্জির (এথনিক ভেজিটেবল) চাষে সফলতার পথ প্রদর্শন করেছেন।

এইসব উন্নতজাতের সীম, লাউ, বেগুন, করলা ও পুঁইশাকের নয়শত চারা একশত পঞ্চাশ জন বাগানীদের মধ্যে বিতরণ করা হয়। প্রতিজনেকে ছয়টি চারা প্রদান করা হয়েছে। সাথে চাষাবাদ বিষয়ক পরামর্শ ও যোগাযোগের জন্য রচিত একটি সংক্ষিপ্ত পুস্তিকা প্রদান করা হয়।

ভবিষ্যতে আরো ব্যপকভাবে ও অধিকসংখ্যক চারা বিতরণের পরিকল্পনার বিষয়ে অনুষ্ঠানে ঘোষণা করা হয়। ডলি বেগম, এমপিপি তাঁর বক্তব্যে এব্যাপারে সহায়তার আশ্বাস প্রদান করেন।

চারা বিতরণ অনুষ্ঠানের জন্য ডোনেশন দিয়ে সহায়তা করেন ড. মাহবুব রেজা, প্রনবেশ পোদ্দার, দুলাল পাল, কবির খান, জামান ভূঁইয়া, গৌতম সরকার, আব্দুল্লাহ মিয়া, কমল কান্তি সাহা ও এএসএম মোস্তাক।

ইউনাইটেড বাউ এলামনাই কানাডার পক্ষ থেকে তাদের প্রতি ও ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটিসেন্টারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.