শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.1 C
Toronto

Latest Posts

টরন্টো সেন্টারে মসজিদের জন্য ফ্রি পার্কিংয়ের অনুমোদন হচ্ছে

- Advertisement -
কানাডার ব্যস্ততম শহর টরেন্টোর ডাউন-টাউন এলাকায় পার্কিংয়ের একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে

কানাডার ব্যস্ততম শহর টরেন্টোর ডাউন-টাউন এলাকায় পার্কিংয়ের একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুসলমান কমিউনিটির জন্য মসজিদ গুলোতে শুক্রবার নামাজের সময় পার্কিং পাওয়াটা একটা দুরুহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

মসজিদুর-রহমা এবং ওমর-বিন আল খাত্বাব মসজিদে শুক্রবারের নামাজের জন্য দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত আশেপাশের রাস্তার পার্কিং ফ্রি রাখার জন্যে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল। অনেক দাবি দেওয়ার পর টরন্টো সিটি কাউন্সিলর ক্রিস মোইস মুসলিম কমিউনিটির পক্ষ থেকে সিটিতে এই ব্যপারে একটি আবেদন করেছিলেন।

- Advertisement -

এরই পরিপেক্ষিতে গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার, সিটি কর্পোরেশন ভবনে এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপের পর সাত জন সিটি কাউন্সিলর এর সমর্থনে টরন্টো ট্রাফিক ম্যানেজমেন্ট ও ট্রান্সপোর্টেশন সার্ভিস এ ব্যাপারে তাদের সিদ্ধান্তের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিলটি পাস হয়।

দীর্ঘ প্রতীক্ষার পর টরন্টো সেন্টারের মুসলিম কমিউনিটির জন্য প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ফ্রি পার্কিংয়ের অনুমোদন পাস হয়ে এসেছে।

এই ব্যাপারে টরেন্টো সেন্টারের কাউন্সিলর ক্রিস মোইস বলেন আমাদের কমিউনিটিতে বিভিন্ন সম্প্রদায় রয়েছে যাদের প্রয়োজন গুলোকে আমাদের অবশ্যই সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। এটি একটি বৃহত্তর প্রক্রিয়ার প্রথম ধাপ।

দীর্ঘদিন ধরে পার্কিং এর ব্যাপারটি নিয়ে সাবেক সিটি কাউন্সিলর বর্তমানে এমপিপি ক্রিস্টিং ওয়ান এবং বর্তমান সিটি কাউন্সিলর এর সাথে কাজ করে যাচ্ছিলেন কমিউনিটির প্রিয় মুখ,মাছুমুর রহমান বাপ্পি। বাপ্পি জানালেন, আমেরিকার বিভিন্ন স্টেটে শুক্রবারে জুমার সময় পার্কিংয়ের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে তাই তিনি এই ব্যাপারটি তাদের কাছে উদাহরণ হিসেবে বারবার তুলে ধরেছিলেন ।

বিষয়টি নিয়ে মাছুমুর রহমান বাপ্পি কমিউনিটির বিভিন্ন নেতার সঙ্গে বিশেষ করে খূরাম আফতাব, ছুরাইয়া ইব্রাহিম, মিজান চৌধুরী এবং মসজিদুর রহমার সভাপতি বোরহান উদ্দিন কে সঙ্গে নিয়ে বিভিন্ন দফায় দফায় সিটি কাউন্সিলরের সাথে এ ব্যাপারে আলোচনা করছেন ।

এই প্রচেষ্টাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকেই বিশেষ ভূমিকা পালন করেছিলেন,বিশেষ করে মসজিদুর রহমার সকল সদস্য ও রিজেন্ট পার্কের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং অনেকের ব্যক্তিগত ই-মেইল এর মাধ্যমে সহযোগিতা করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন জনাব মাছুমুর রহমান বাপ্পি।

বাপ্পি জানালেন, প্রতি শুক্রবার প্রত্যেকটি গাড়ি এক ঘন্টা লিমিট হিসেবে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত যে এরিয়া টুকু সাময়িকভাবে ফ্রি পার্কিংয়ের জন্য গৃহীত হয়েছে তা হলো:
• West side of Parliament Street between Shuter Street and Dundas Street.

• East Side of Parliament Street between Shuter Street and St. David Street.

• East and West Side of Parliament Street between Dundas Street and Oak Street.

কাউন্সিলরের এক ই-মেইল এর মাধ্যমে মাছুমুর রহমান বাপ্পীকে জানিয়েছেন যে, সিটি অফ টরন্টো ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগ এর লোকজন খুব দ্রুতই পার্কিং এর সাইনবোর্ড লাগাবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয় খুব অচিরেই টরন্টো সেন্টার এলাকার আরো দুটি মসজিদ :- টরন্টো এডিলেইট স্ট্রিট মসজিদ এবং মসজিদ টরন্টো (ডান্ডাস ও চেসনাট) এর আশেপাশের রাস্তাগুলো শুক্রবারের জন্য ফ্রি সাইনবোর্ড লাগানো হবে।
কানাডাতে মসজিদ, মাদ্রাসা নির্মাণ, বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ড এবং ইসলাম এর পরিধি আরো বিস্তার লাভ করার জন্য কমিউনিটিতে যারা নিরলস কাজ করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে মাছুমুর রহমান বাপ্পিকে অভিনন্দন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.