
মিসিসোগার এক ব্যক্তির নির্মিত ছোট বাড়ির জন্য মূল্য পরিশোধের পরও তা বুঝে পাননি ক্রেতারা। এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
হল্টন রিজিয়নাল পুলিশ জানিয়েছে, ওকভিলভিত্তিক লিটল ক্রিট হোমের জন্য মূল্য পরিশোধের পরও প্রতিশ্রুতি অনুযায়ী বাড়ি বুঝে না পাওয়ায় সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে একাধিক অভিযোগ পেয়েছে তারা। এ ঘটনার শিকার কয়েকজন বাড়ির পুরো অর্থই পরিশোধ করে দিয়েছেন।
পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অন্টারিওতে বসবাসকারী বেশ কয়েকজন ভুক্তভোগীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। কেউ কেউ ২ লাখ ডলারের বেশি অর্থ খুইয়েছেন বলেও জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় কোম্পানির মালিক ৫৮ বছর বয়সী ফিলিপ ব্র্যাডলিকে বুধবার গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জালিয়াতির নয় কাউন্ট অভিযোগ আনা হয়েছে।
কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটি মুভেবল লাক্সারি হোম সলিউশন দিয়ে থাকে।
আরও অনেকেই এ ঘটনার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছেন তদন্তকারীরা। কারো কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা ৯০৫-৪৬৫-৮৭৪৪ নাম্বারে তদন্তকারীদের সঙ্গে যোগযোগের পরামর্শ দেওয়া হয়েছে।