বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩
15.6 C
Toronto

Latest Posts

বাংলাদেশ ফেস্টিভ্যালের টিকেট সোল্ড আউট

- Advertisement -

বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই ‘টিকেট সোল্ডআউট’। একথাটি আবারও প্রমাণিত হলো। গত সোমবার থেকে টিকেট পাওয়া যাচ্ছিলো না কোথাও। এই আয়োজনটি নিয়ে কমিউনিটির সকলের আগ্রহ ছিলো তুঙ্গে। ফলে দ্রুত ফুরিয়ে যায় টিকেট। ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল কমিটির পক্ষে বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, ‘প্রতিবারের মতো এবারও টিকেট সোল্ড আউট। ধন্যবাদ সকলকে।’

- Advertisement -

আর মাত্র কয়েকদিন পরেই পর্দা নামবে কানাডার বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর ইভেন্ট ৬ষ্ঠ বাংলাদেশ ফেষ্টিভ্যালের। টানা পাচঁবারের অভাবনীয় সাফল্য আর উপচেপড়া দর্শকের অংশগ্রহণের পর আগামী ২০ মে শনিবার ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই চমকের পর চমক। বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই আনন্দ উৎসব। বাংলাদেশ ফেস্টিভ্যালের বিগত আয়োজনগুলোতে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি তারকারা। এদের মধ্যে এগারোবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবিনা ইয়াসমীন, প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী, কোকিল কন্ঠী সামিনা চৌধুরী, এভারগ্রীন কুমার বিশ্বজিত, প্লেব্যাক কিং এন্ড্রু কিশোর, ভারতীয় বাংলা গানের জনপ্রিয় শিল্পী শুভমিতা, প্লেব্যাক যুবরাজ আগুন, হার্টথ্রব আঁখি আলমগীর, গানের পাখি মৌটুসি, জনপ্রিয় শিল্পী চন্দন সিনহা, দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস, টিভি তারকা আজিজুল হাকিম, টিভি নায়িকা রিচি, চিত্র নায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি, নাট্যকার জিনাত হাকিম উল্লেখযোগ্য।

এবারের আয়োজনে টরন্টো মাতাবেন বাংলাদেশের জনপ্রিয় তারকারা। এবারের আয়োজনে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এবং চারবারের মেরিল প্রথম আলো এ্যাওয়ার্ড বিজয়ী কনক চাঁপা, জনপ্রিয় অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মীর সাব্বির, কমেডি কিং আরফান আহমেদ, ভিন্নধারার অভিনেতা মাজনুন মিজানসহ আরো অনেকে। গত বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, কনজারভেটিভ পার্টি অব কানাডার প্রধান পিয়েরে পলিভিয়ের, টরন্টোর ভারপ্রাপ্ত মেয়র জেনিফার মেকেলভি, অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড, কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান, ডলি বেগম এমপিপি, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, মিটজি হান্টার এমপিপি, সালমা জাহিদ এমপি সহ আরো অনেকে।

ষষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যালের এবারের আয়োজনে থাকবে ভিন্নতা। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনাতো থাকছেই। পাশাপাশি কানাডা এবং আমেরিকার বিভিন্ন শহরের গুণী শিল্পীদের পরিবেশনা এবার ভিন্নমাত্রা যোগ করবে। প্রতিবারের মতো এবারও কানাডার মূলধারার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা আলোকিত করবেন ফেস্টিভ্যাল মঞ্চ। সকল যোগাযোগ : ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.