
টরন্টোর ওয়েস্ট এন্ডের একটি সুপারসার্কেটে রাকুন ঘুরে বেড়াতে দেখা গেছে। এর পরিপ্রেক্ষিতে টরন্টো অ্যানিমেল সার্ভিসেস (টিএএস) বাসিন্দাদের প্রাণীটির কাছে না যেতে, স্পর্শ না করতে এবং খাবার না দিতে অনুরোধ করেছে।
অসুস্থ্য ও আহত রাকুনের ব্যাপারে সহায়তা চেয়ে ফোনকল বেড়ে যাওয়ার পর এই সতর্কতা দিয়েছে সংস্থাটি। টিএএস বলছে, এ ধরনের ঘটনা বেশি দেখা গিয়েছিল গত হেমন্তে। কম শীতের কারণেই মূলত এমনটা হয়েছে।
ডিসেম্বরের ঘটনা বর্তমানে নগরীর পশ্চিম ও উত্তরাংশে বাড়ছে বলে জানিয়েছেন টিএএসের এনফোর্সমেন্ট ও মোবাইল রেসপন্স ইউনিটের ব্যবস্থাপক জেসমিন হারজগ-ইভান্স।
টিএএস বলছে, ১ জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত এ ব্যাপারে সহায়তা চেয়ে ৩ হাজার ৬০১টি অনুরোধ পেয়েছে তারা। ২০২২ সালের একই সময়ে যেখানে অনুরোধেল সংখ্যা ছিল মাত্র ৭১৯টি। এই হেমন্তে অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অসুস্থ্য ও আহত রাকুনের ব্যাপারে সহায়তা চেয়ে টিএএসের কাছে অনুরোধ এসেছে ৩ হাজার ৭২২টি।
অসুস্থ্য রাকুন বা অন্য বন্যপ্রাণী দেখতে পেলে বাসিন্দারা ৩১১ নাম্বারে ফোন করতে পারবেন।
৬৫০ ডুপন্ট স্ট্রিটে লবলর স্টোরে প্রাণীটির একটি ভিডিও ধারণ করেছিলেন আলেক্স চো নামে এক গ্রাহক। সেই ভিডিওটি তিনি টুইটারে পোস্টও করেছেন। তিনি বলেন, অসুস্থ্য বা আহত কিনা সেটা ভেবে প্রাণীটি থেকে নিরাপদ দূরত্বে ছিলাম।
৩২ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে স্টোরের সামনের দিকে ক্যাশিয়ার স্টলের চারপাশে রাকুনটিকে ঘোরাফেরা করতে দেখা যায়। চো বলেন, এটা একেবারেই নতুন ঘটনা। কোনো রাকুনকে রোজ সুপারমার্কেটে আপনি হেঁটে বেড়াতে দেখবেন না।
ডুপন্ট স্টোরে রাকুনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে লবল। তবে কিছুক্ষণ পরই কর্মী ও গ্রাহকদের সহায়তা সেটি নিরাপদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে তারা।