শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
8.5 C
Toronto

Latest Posts

জিটিএইচএলে স্বাধীন তদন্ত

- Advertisement -
গ্রটার টরন্টো হকি লীগে (জিটিএইচএল) নিরপেক্ষ তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন অন্টারিওর ট্যুরিজম, কালচার ও স্পোর্ট মন্ত্রী নেইল লামসডেন

গ্রেটার টরন্টো হকি লীগে (জিটিএইচএল) নিরপেক্ষ তদন্তের কাজ চলছে বলে জানিয়েছেন অন্টারিওর ট্যুরিজম, কালচার ও স্পোর্ট মন্ত্রী নেইল লামসডেন। টরন্টোতে প্রশ্নোত্তর পর্বে এই ঘোষণা দেন তিনি। এনডিপি নেতা মারিট স্টাইলিস এ সময় দলগুলোর মোটা অংকের অর্থের কাছে বিক্রি হয়ে যাওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে জিটিএইচএলের তদন্ত দাবি করেন।

লামসডেন বলেন, প্রাদেশিক ক্রীড়া সংস্থা হিসেবে সদস্য সংস্থাগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের সরাসরি কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয়ের কোনো কর্তৃত্ব নেই। জিটিএইচএল অন্টারিও হকি ফেডারেশনের সদস্য এবং এ কারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত পরিচালনার জন্য জিটিএইচএল অন্টারিও কোর্ট অব আপিলের একজন অবসরপ্রাপ্ত বিচারক ও সাবেক এক পুলিশ গোয়েন্দাকে নিয়োগ দিয়েছে।

- Advertisement -

তবে লামসডেনের বক্তব্য হতাশ করেছে সাবেক এনএইচএল খেলোয়াড় আকিম আলিউকে। কানাডিয়ান প্রেসকে তিনি বলেন, আমার মতে যেটার প্রয়োজন তা হলো সরকারি তদন্ত। কারণ, আমরা সম্ভাব্য কর ফাঁকি ও অবৈধ কর্মকা- নিয়ে কথা বলছি। এক্ষেত্রে সবচেয়ে বেদনাদায়ক দিকটি হচ্ছে শিশুদের চেয়ে প্রাপ্তবয়স্করা বেশি সুবিধাভোগী হচ্ছে।

সংবাদ সম্মেলনের সময় এনডিপি এমপিপি জেনি স্টিভেন্স ও আলিউ স্টাইলিসের পাশে ছিলেন। সম্ভাব্য এক ক্রেতার ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২০ সালের গোড়ার দিকে ৩ লাখ ৭৫ হাজার ডলারে হাম্বারভিউ হাস্কিস ক্রয়ের বিষয়ে কথা বলেন তারা।

নিয়ম অনুযায়ী জিটিএইচএলের কোনো সংস্থা কেনা বা বিক্রি করার সুযোগ নেই। কারণ, এগুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত। যদিও অন্টারিও বা ফেডারেল সরকারে তারা অলাভজনক সংস্থা হিসেবে নিবন্ধিত হতে পারবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.