
টরন্টোর যে ২৫টি রাইডিং আছে তা থেকে আকেটি বাদ গেলে পার্লামেন্ট হিলে নগরীর কণ্ঠস্বর দুর্বল হবে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র জেনিফার ম্যাককেলভি। সিটি হলে সোমবার এক সংবাদ সম্মেলনে স্কারবোরো-রুজ পার্কের কাউন্সিলর বলেন, প্রস্তাবিত এই পরিবর্তন হলে অটোয়াতে টরন্টোর প্রতিনিধিত্বের ওপর যে প্রভাব পড়বে তা নিয়ে আমি উদ্বিগ্ন।
আমাদের নগরীর মধ্যকার রাইডিংয়ের সংখ্যা কমে যেতে পারে এমন যেকোনো প্রস্তাবের আমি বিরোধী।
তিনি বলেন, জনসংখ্যার অনুপাতে পার্লামেন্ট হিলে টরন্টোবাসীর প্রতিনিধিত্ব কম। আমি আশা করবো টরন্টোর প্রতিনিধিত্বকারী নির্বাচিত সব কর্মকর্তা নগরীর পক্ষে উঠে দাঁড়াবেন এবং এই পরিবর্তন থামিয়ে দেবেন। সেই সঙ্গে অন্য স্তরের সরকারের কাছ থেকে আমাদের সিটির যে অতি জরুরি সহায়তা প্রয়োজন সেটা নিশ্চিতে সহায়তা করবেন।
প্রদেশের প্রস্তাবিত ফেডারেল নির্বাচন মানচিত্রে পরিবর্তন সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন ফেডারেল ইলেক্টোরাল বাউন্ডারিস কমিশন গত ফেব্রুয়ারিতে হাউস অব কমন্সে উপস্থাপন করে।
প্রতিবেদনে তিন প্যানেলের কমিশন টরন্টোর ২৫টি রাইডিং থেকে একটি কমিয়ে দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে। প্রতি রাইডিংয়ে ন্যূনতম ১ লাখ ১৬ হাজার ৫৯০ জন বাসিন্দার কোটা পূরণ না হওয়ার কথা বলা হয় প্রতিবেদনে। টরন্টোতে রাইডিংপ্রতি গড় জনসংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৭৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, টরন্টোতে অতিরিক্ত এই প্রতিনিধিত্বের কারণ মূলত টরন্টো ও পাশর্^বর্তী এলাকায় জনসংখ্যার অসম বৃদ্ধি। ভবিষ্যতেও যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে কমিশন তাদের আগের পরিকল্পনা থেকে সরে আসে, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তারা। ২০২২ সালের পরিকল্পনায় স্কারবোরো-এজিনকোর্ট বাতিল করার কথা বলা হয়েছিল। কিন্তু এখন ডন ভ্যালি ইস্টের সঙ্গে ডন ভ্যালি নর্থকে একীভূত করার কথা বলা হচ্ছে। এ ছাড়া ডন ভ্যালি ওয়েস্টের নাম পরিবর্তন করে ডন ভ্যালি সাউথ এবং স্কারবোরো সেন্টারের নাম পরিবর্তন করে স্কারবোরো সেন্টার-ডন ভ্যালি ইস্ট করার প্রস্তাব দেওয়া হয়েছে। টরন্টোতে আরও কিছু ফেডারেল রাইডিংয়ের নতুন নামকরণের পাশাপাশি সীমানা পরির্বতনের প্রস্তাব করেছে কমিশন।