শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিনের তিনটি বইয়ের প্রকাশনা উৎসব

- Advertisement -
টরন্টো প্রবাসী লেখক জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিনের তিনটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গত ২৯ এপ্রিল শনিবার

টরন্টো প্রবাসী লেখক জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিনের তিনটি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত গত ২৯ এপ্রিল শনিবার বাংলাদেশ সেন্টার এন্ড কমিউনিটি সার্ভিসেস অডিটোরিয়ামে । দর্শকের উপস্থিতিতে হোমলেস, জোসনা ম্যানসন ও স্বপ্নের ইমিগ্রেশন বইয়ের মোড়ক উন্মোচন ডলি বেগম এমপিপি, সিনিয়র কৃষিবিদ ড. মাহবুব রেজা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহাম্মদ আলী আকবর।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কবি মেহরাব রাহমান লেখকের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। এরপর জাকারিয়া মুহাম্মদ ময়ীন উদ্দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন।

- Advertisement -

কবিতা আবৃত্তি করেন মোসাদ্দেক হোসেন । লেখকের স্বপ্নের ইমিগ্রেশন এর উপর আলোচনা করেন এনআরবি টেলিভশনের সিইও ও বাংলা মেইলের সম্পাদক শহিদুল ইসলাম মিন্টু । স্বপ্নের ইমিগ্রেশন বইটি নিয়ে আলোচনা করেন পরবাসী ব্লগের প্রধান অ্যাডমিন হাফিজুর রহমান। হোমলেস বই নিয়ে আলোচনা করেন বি জামান মুকুল। আর লুটেরা বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা জোসনা ম্যানসনের উপর আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর সাবেক ভিপি ফায়েজুল করিম।

এই আয়োজনে আরো কবিতা আবৃত্তি করেছিলেন লেখকের সহকর্মী লফট কমিউনিটি সার্ভিসেস এর কেস ম্যানেজার ফাতমাতা জিবাটেক, বক্তব্য রাখেন আরেক সহকর্মী কেস ম্যানেজার মাইকেল বেল। শব্দ নিয়ন্ত্রণ ও স্হিরচিত্রে ছিলেন কাজী লিটন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এই আয়োজনটি ভিন্নমাত্রা লাভ করে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.