শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
6.1 C
Toronto

Latest Posts

আমরা শোকাহত

- Advertisement -
কবি ইকবাল হাসান

 

সাপ্তাহিক বাংলামেইলের সম্পাদকীয় উপদেষ্টা, বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ১২ এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টায় টরন্টোর মাইকেল গ্যারন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

- Advertisement -

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী, কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

কবি ইকবাল হাসানের নামাজে জানাজা ১৩ এপ্রিল বৃহস্পতিবার বাদ জোহর দুপুর ১টা ৩৫ মিনিটে নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে সমাহিত করা হয় রিচমন্ডহিলের ১৩০৭৬ লেজলি স্ট্রিটে অবস্থিত টরন্টো মুসলিম সেমিট্রিতে।

খ্যতিনামা এই কবি অসংখ্য সৃষ্টিশীল কাজ করে গেছেন। তার কবিতা -গল্প- প্রবন্ধ দু’বাংলার সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করেছে। তিনি অসাম্প্রদায়িক চেতনা, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ এবং মুক্তবুদ্ধির প্রতি আমৃত্যু শ্রদ্ধাশীল ছিলেন।

বাংলা একাডেমির সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি ইকবাল হাসানের মৃত্যুতে কানাডা প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশ ও ভারতের লেখক এবং সাহিত্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন। গত ১৭ এপ্রিল অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে ডলি বেগম এমপিপি কবি ইকবাল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেটমেন্ট পাঠ করেন।

বাংলামেইল ও এনআরবি টিভি পরিবার ইকবাল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.