
মাত্র পাঁচদিনে চারশ টিকিট বিক্রি হলো অনলাইনে। আর এই আয়োজন নিয়ে প্রতিবারের মতো এবারও সবখানে আলোচনা। কারণ টানা পাঁচবারের অভাবনীয় সাফল্য আর উপচেপড়া দর্শকের অংশগ্রহণের পর আগামী ২০ মে টরন্টোর ১৯০ রেলসাইড রোডের টরন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সর্ববৃহৎ ইনডোর কমিউনিটি ইভেন্ট ৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল। প্রতিবারের মতো এবারও ফেস্টিভ্যাল মঞ্চ আলোকিত করবেন টরন্টোর গুণী শিল্পীরা। থাকছে মুক্তিযোদ্ধা সংর্ধনাসহ আরো অনেক কিছু।
এবারের বাংলাদেশ ফেস্টিভ্যালের মঞ্চ মাতাবেন বাংলা চলচ্চিত্রের প্লেব্যাক কুইন কনক চাঁপা। ঢাকাই চলচ্চিত্রে প্রায় তিনহাজারেরও বেশি গানে কন্ঠ দিয়েছেন তিনি। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চারবার পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার। প্রকাশিত হয়েছে তার ৩৫টি একক এ্যালবাম। তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী ইতিমধ্যেই একটি ভিডিওবার্তা পাঠিয়েছেন টরন্টোর দর্শকদের জন্যে।
৬ষ্ঠ বাংলাদেশ ফেস্টিভ্যাল উপলক্ষে শুভেচ্ছাবাণী দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ন্যাথানিয়েল এরিস্কিন-স্মিথ এমপি, মিটজি হান্টার এমপিপি, ডলি বেগম এমপিপি, ম্যারি মার্গারেট এমপিপি ও কাউন্সিলর ব্রাড ব্রাডফোর্ড । এই আয়োজনটি উদ্বোধন করবেন কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশনার ড. খলিলুর রহমান। ৭২ সদস্যের একটি টীম এই আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করছে। ফুরিয়ে যাবার আগেই টিকেট সংগ্রহ করার অনুরোধ জানিয়েছেন ফেস্টিভ্যাল কমিটি।
বাংলাদেশ ফেস্টিভ্যাল মানেই টিকিট সোল্ডআউট। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। তাই আগ্রহীদের এখনই ২০ মে শনিবারের ধামাকা পরিবেশনার টিকিট সংগ্রহ করতে অনুরোধ করা হচ্ছে। প্রবেশমূল্য মাত্র ১০ ডলার। ভিআইপি ৫০ ডলার। বাংলাদেশ ফেস্টিভ্যালের পক্ষে বাংলামেইল সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, সকলের সামর্থ্যরে কথা বিবেচনায় রেখেই টিকিটের মূল্য সবসময় কম রাখা হয়। অনলাইনেও টিকিট সংগ্রহ করা যাবে। টিকিটের লিঙ্ক – নফভবংঃ২০২৩.বাবহঃনৎরঃব.পড়স । তাছাড়া ফেস্টিভ্যাল টীম মেম্বার এবং নিচের স্টোরগুলিতেও টিকিট পাওয়া যাবে-
এটিএন মেগা স্টোর, ২৯৭২ ড্যানফোর্থ এভিনিউ
ঢাকা সফট, ৩০০০ ড্যানফোর্থ এভিনিউ
ড্রিমল্যান্ড মানি এক্সচেঞ্জ, ৩০১৮ ড্যানফোর্থ এভিনিউ
স্পন্সর, স্টল এবং সকল প্রকার যোগাযোগ : ৪১৬-২৬২-৯৬৪২, ৬৪৭-৯২৩-৮২৩৩।