বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩
11.2 C
Toronto

Latest Posts

জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টোর ইফতার পার্টি অনুষ্ঠিত

- Advertisement -

টরন্টোস্থ বাংলাদেশী কম্যুনিটিভিত্তিক সর্ববৃহৎ সামাজিক সংগঠন “জালালাবাদ এসোসিয়েশন অব টরন্টো” প্রতি বছরের মত এবারও আয়োজন করে এক বিশেষ ইফতার এবং দোয়া মাহফিলের। মাহফিলটি অনুষ্ঠিত হয় ৯ ই এপ্রিল রবিবার স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে। সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী (রনি) উপস্হিত সবাইকে ইফতার মাহফিলে উপস্থিত হবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

- Advertisement -

শত শত ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফল এবং সুন্দরভাবে সম্পন্ন হয় এবারের আয়োজন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনার মধ্য দিয়ে মাহফিলের সূচনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান ।

মাহফিলটিকে সাফল্যমন্ডিত করার পিছনে যারা অক্লান্ত শ্রম দিয়েছেন তাদের মধ্যে ছিলেন মিজানুর রহমান চৌধুরী, রাফে চৌধুরী, জাভেদ চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, মকবুল হোসেন মঞ্জু, ফারুক আহমেদ , ফায়জুল করীম, আসজাদ বখত চৌধুরী , আলী হোসেন, ইলিয়াছ খান, আহমেদ জয়, রাসেল আহমেদ, এজাজ চৌধুরী আবু জহীর সাকীব, মনসুর আহমেদ , জুয়েল আহমেদ , নাহীদ আহমেদ , নাইম চৌধুরী , মেহেদী চৌধুরী , মাসুম তুহীন, ইন্তেখাব চৌধুরী তুহিন , ফয়জুল চৌধুরী, ইকবাল হোসেন ছানা, আলীম আল রাজী জুয়েল, হাসান চৌধুরী, রেজওয়ান চৌধুরী , আব্দুল হামিদ , আরিফ আহমেদ , আবদুস সালাম , হাসান তারেক তানীম, সামাদ, মাহি, সহ অনেক নবীন স্বেচ্ছাসেবক। বিপুল সংখ্যক অংশগ্রহণে আয়োজনটি ছিলো প্রশংসনীয়।

ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত ও সংগঠনের সাবেক সহ – সভাপতি ইন্তেখাব চৌধুরী তুহিনের সদ্যপ্রয়াত বাবা ও সাবেক সহ সাধারণ সম্পাদক জুমেল চৌধুরী মায়ের রূহের মাগফেরাত কামনা করা হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিপি ডলি বেগম।
পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফ উপস্হিত সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.