
জলবায়ু পরিবর্তন জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করে দিয়েছে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (সিএসআইএস)। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে ব্রিটিশ কলাম্বিয়া ও আটলান্টিক প্রদেশের কিছু অংশ বিলীন হয়ে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত নতুন এক বিশ্লেষণে কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্র্ভিস বলেছে, যারা দ্রুত জলবায়ু সমস্যার সমাধান চান ও যারা বিদ্যমান জীবন ধারা অব্যাহত রাখার পক্ষে তাদের মধ্যে আদর্শিক সহিংস চরমপন্থা দেখা যেতে পারে।
এই বিশ্লেষণ ২০২১ সালের এপ্রিলে প্রস্তুত করা হলেও তথ্য অধিকার আইনে আবেদনের পর সম্প্রতি দ্য কানাডিয়ান প্রেসকে সরবরাহ করা হয়েছে। ওই বছরের অক্টোবরে তথ্য অধিকার আইনে আবেদনটি করা হয়।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বেম কিছু উদ্বেগের ওপর আলোকপাত করেছে সিএসআইএস। আর্কটিক, উপকূল ও সীমান্ত নিরাপত্তায় আসন্ন হুমকি যেমন রয়েছে, একইসঙ্গে রয়েছে খাদ্য ও পানি সরবরাহের চাপও। প্রাথমিক ব্যাখ্যায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন কানাডার সুরক্ষা, নিরাপত্তা ও সমৃদ্ধির ক্ষেত্রে জটিল ও দীর্ঘ মেয়াদি হুমকি সৃষ্টি করছে। সামনের দশগুলোকে এই হুমকি ক্রমেই বাড়বে।
সিএসআইএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সরকারের অন্যান্য সংস্থাকে সহায়তার জন্য এজেন্সি ভবিষ্যৎ হুমকিগুলো চিহ্নিত করার কাজ অব্যাহত রাখবে।
উইলফ্রিড লোরিয়ের ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক সিমন ডালবি বলেন, নিরাপত্তা এজেন্সিগুলোর এ দিকে মনোযোগ বাড়ানোর মধ্যে অবাক হওয়ার মতো কিছু নেই। কারণ, নিশ্চিতভাবেই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে।
সিএসআইএসের ব্রিফে বলা হয়েছে, আর্কটিকের বরফ সরে যাওয়ার ফলে উত্তরপশ্চিম প্যাসেজে নিয়মিত জাহাজ চলাচল এবং এই অঞ্চলের জ¦ালানি তেল ও খনিজ উত্তোলন অর্থনৈতিকভাবে আরও বেশি লাভজনক হবে। আর্কটিকের প্রবেশাধিকার, প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আরও প্রকট হবে। এখানে রাশিয়ার সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ঝুঁকি বেড়ে যাওয়ার একটা ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে চীনের উপস্থিতি ক্রমেই বাড়ছে।
সিএসআইএস এই বলে সতর্ক করে দিয়েছে যে, পানির উচ্চতা বৃদ্ধির ফলে অবকাঠামো এমনকি উপকূলের সমগ্র কমিউনিটিই হারিয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যার ফলে ব্রিটিশ কলাম্বিয়া ও আটলান্টিক প্রদেশের কিছু অংশের উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে।