
টিম হর্টন্সের কিছু গ্রাহক কফি চেইনটির জনপ্রিয় রোল আপ টু উইন থেকে ১০ হাজার ডলার জিতেছেন বলে জানানো হয়েছিল। কোম্পানিইটিই এখন তাদের কাছে বার্তা দিয়ে জানাচ্ছে যে, এটা তাদের ভুল হয়েছিল।
কফি ও ডোনাট চেইনটি বুধবার বলেছে, সোমবার প্রতিযোগিতার প্রথম দিন কিছু খেলোয়াড়কে ভুলবশত জানানো হয়েছিল যে, তারা কোম্পানি জ্যাকপট ড্র জিতেছে। এর অর্থ হলো পুরস্কার হিসেবে তারা ১০ হাজার ডলার পাবে। যারা ভুলবশত এই পুরস্কার জিতেছেন তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ ডলারের গিফট কার্ড দেওয়া হবে।
যারা এই পুরস্কার জিতেছে বলে জানানো হয়েছিল তাদের মধ্যে রয়েছেন মঙ্কটনের প্যারামেডিক লাক মাসে। তবে এখনো তিনি ৫০ ডলারের গিফট কার্ডটি পাননি এবং এটাকে সঠিক কাজ মনে হচ্ছে না তার কাছে।
তিনি বলেন, টিম হর্টন্স দেশব্যাপী এমন একটি ব্র্যান্ড যাকে লোকজন ভালোবাসে। প্রতি বছর লোকজন রোল আপ দ্য রিম টু উইনের জন্য অপেক্ষা করে থাকে। আর এর প্রথম দিনই এমনটা ঘটলো।
মাসে বলেন, কাজে থাকার সময় প্রতিদিনই তিনি টিমসে কফি খাওয়ার জন্য থামেন। তার মনে এই বিশ^াস তৈরি হয়েছিল যে, সোমবার প্রতিযোগিতায় তিনি ১০ হাজার ডলারের আমেরিকান এক্সপ্রেস প্রিপেইড কার্ড জিতেছেন। অ্যাপে লগইন করার পর এটাই মনে হয়েছিল তার।
রোল আপ দ্য রিম টু উইন নামে পরিচিত টিম হর্টন্সের বার্ষিক প্রতিযোগিতা ২০২১ সাল থেকে ডিজিটালভাবে অনুষ্ঠিত হচ্ছে।