
মিসিসোগা থেকে গত শনিবার নিপিসিং ফার্স্ট নেশনের প্রধান স্কট ম্যাকলিয়ডের গাড়িটি যারা চুরি করেছে তাদের প্রতি তার হেডড্রেসটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নিপিসিং ফার্স্ট নেশনের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, স্যান্ডম্যান সিগনেচার মিসিসোগা হোটেল থেকে গাড়িটি যখন চুরি হয় তখন প্রধানের পবিত্র হেডড্রেসটি গাড়িতেই ছিল।
পিল পুলিশ জানিয়েছে, সিএফআরভি২৬০ লাইসেন্স প্লেটযুক্ত ম্যাকলিয়ডের ২০২২ গ্রিন জিপ র্যাঙ্গলারটি শুক্রবার সাড়ে পাঁচটার দিকে হোটেলে বাইরে রাখা ছিল। শনিবার রাত তিনটার দিকে গাড়িটি চুরি হয়ে থাকতে পারে।
ম্যাকলিয়ড বলেন, যারা এই ঘটনায় জড়িত তাদের প্রতি স্যান্ডম্যান সিগনেচার মিসিসোগা হোটেল বা অথবা যেখানে এ ঘটনা ঘটেছে সেখানে হেডড্রেসটি দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এক্ষেত্রে তাদের নাম গোপন রাখা হবে।
বিবৃতি অনুযায়ী, অ্যাকাডেমক, ইতিহাসবিদ ও ভূগোলবিদদের দুই বছরের গবেষণার পর হেডড্রেসটি পুনর্নিমাণ করা হয়েছে। জোড়া দেওয়া কাঁথার মাধ্যমে হেডড্রেস পরিধানে নেতাকে সহায়তায় নারীর ভূমিকা তুলে ধরা হয়েছে। ঈগলের সাতটি পালক দ্বারা সাত পূর্বপুরুষের শিক্ষা অনুসরণ বোঝানো হয়েছে।
পিল পুলিশ প্রধান নিশান দুরাইআপ্পাহ এক টুইটে বলেছেন, কর্মকর্তারা এ ঘটনার তদন্ত করছেন এবং সম্ভাব্য সব কিছুই এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হবে। হেডড্রেসের তাৎপর্য কী তা আমরা জানি। সেই সঙ্গে নিপিসিং ফার্স্ট নেশনের ওপর এটি হারিয়ে যাওয়ার প্রভাব কী হতে পারেও সে ব্যাপারেও আমরা অবগত। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।