শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

হারবার থেকে ১ লাখ পিস প্লাস্টিক অপসারণ

- Advertisement -
টরন্টোর ট্র্যাশ ট্যাপিং প্রোগ্রাম নেটওয়ার্কের একটি দল নগরীর হারবার থেকে গত বছর প্রায় এক লাখ পিস প্লাস্টিক অপসারণ করেছে

টরন্টোর ট্র্যাশ ট্যাপিং প্রোগ্রাম নেটওয়ার্কের একটি দল নগরীর হারবার থেকে গত বছর প্রায় এক লাখ পিস প্লাস্টিক অপসারণ করেছে। ইউনিভার্সিটি অব টরন্টোর তথাকথিত ট্র্যাশ টিমের অংশীদারিত্বে পোর্টস টরন্টো বলেছে, গত বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ১০টি সিবিন ব্যবহার করে তারা ৯২ হাজার ৮৯১ পিস প্লাস্টিক সংগ্রহ করেছে।

ইউনিভার্সিটি অব টরন্টোর সাতটি ট্র্যাশ টিম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পোর্টস টরন্টোর সিবিনগুলো খালি করতে পুরো গ্রীষ্মজুড়ে প্রতিদিন কাজ করেছেন। সেই সঙ্গে লেক অন্টারিও থেকে আমরা কী সংগ্রহ করছি তার পরিমাণ ও ধরন শনাক্তেও তারা কাজ করেছেন বলে জানান ইউনিভার্সিটি অব টরন্টোর ট্র্যাশ টিমের পরিচালন প্রধান ড. চেলসি রচম্যান।

- Advertisement -

সিবিনের পাশাপাশি কর্মসূচিটির আওতায় লিটাট্র্যাপ নামে এক ধরনের ডিভাইসের সাহায্যেও হাজার হাজার পিস ট্র্যাশ অপসারণ করা হয়েছে। কুইনস কোয়ে এরিয়াজুড়ে স্টর্ম ড্রেইনে এগুলো ফেলা হয়েছিল। ওজনের হিসাবে কর্মসূচিটির আওতায় মোট ১১৮ দশমিক ১৫ কিলোগ্রাম অ্যান্থ্রোপোজেনিক ডেব্রি ও মাইক্রোপ্লাস্টিক অপসারণ করা হয়েছে, যা বন্যপ্রাণি এবং সুপেয় পানি দূষিত করতো বলে জানিয়েছে পোর্টস টরন্টো।

সবচেয়ে বেশি যেসব বর্জ্য অপসারণ করা হয়েছে, তার প্রথমেই আছে প্লাস্টিক ফিল্ম। এর পরেই আছে যথাক্রমে প্লাস্টিক ফ্র্যাগমেন্ট, সিগারেট বাট, ফোম, ফুড র‌্যাপার, প্লাস্টিক বোতলের মাথা, কাগজ, প্লাস্টিক সিগার টিপ, প্লাস্টিক ব্যাগ ও প্লাস্টিক বোতল।

বলা হয়েছে, ২০২২ সালে পোর্টস টরন্টো সিবিনগুলো ১০০ এর বেশি ফ্যাটবার্জ সংগ্রহ করেচে। অর্থাৎ, ড্রেনে তারা কী ফেলছে সে ব্যাপারে নগরবাসীদের এটা স্মরণ করিয়ে দেওয়া।

পোর্টস টরন্টোর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আরজে স্টিনস্ট্রা বলেন, এখন পর্যন্ত এই কর্মসূচির যে অগ্রগতি তা আশাব্যঞ্জক। নগরীর হৃদ ও নৌপথগুলোর স্থায়িত্ব ও জীববৈচিত্র্যের জন্য যে বর্ধিত এই প্লাস্টিক দূষণ হমকি তিনি সেটা বিশ্বাস করেন। সিবিনের মতো ট্র্যাশ ক্যাপচারিং ডিভাইসের সাহায্যে বর্জ্য সংগ্রহের ব্যাপারে শিক্ষা চালিয়ে যাওয়ার চিন্তা করছি আমরা। ইন্টারন্যাশনাল ট্র্যাশ ট্র্যাপ নেটওয়ার্কের অংশ হিসেবে এটা করতে হবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.