শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.7 C
Toronto

Latest Posts

টরন্টোর সাইকোথেরাপিস্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের আরও অভিযোগ

- Advertisement -
১৪ বছর বয়সী এক রোগীকে যৌন হয়রানীর অভিযোগে ৩৪ বছর বয়সী ড্যানিয়েল প্রিঙ্গল ২০২২ সালের ডিসেম্বরে প্রথম গ্রেপ্তার হন

এর আগে একাধিক শিশুকে যৌন হয়রানীর ঘটনায় অভিযুক্ত টরন্টোর একজন সাইকোথেরাপিস্টের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়েছে।

১৪ বছর বয়সী এক রোগীকে যৌন হয়রানীর অভিযোগে ৩৪ বছর বয়সী ড্যানিয়েল প্রিঙ্গল ২০২২ সালের ডিসেম্বরে প্রথম গ্রেপ্তার হন। ওই সময় তিনি বেভিউ ও এন্ডেভার অ্যাভিনিউয়ে অবস্থিত এন্ডেভার স্পোর্টস পারফরম্যান্স অ্যান্ড রিহ্যাবিলিটেশনে কাজ করতেন। টরন্টো পুলিশ সার্ভিসের (টিপিএস) তথ্য অনুযায়ী, প্রিঙ্গল সেখানে ২০২১ সালের মার্চ থেকে ২০২২ সালে মার্চ পর্যন্ত সাইকোথেরাপিস্টের দায়িত্ব পালন করেন। প্রিঙ্গল সে সময় এক কাউন্ট যৌন নির্যাতন এবং এক কাউন্ট যৌন হস্তক্ষেপে অভিযুক্ত হন।

- Advertisement -

এক মাসেরও কম সময় পর ১০ জানুয়ারি পুলিশ জানায়, তাদেরকে আরও তথ্য সরবরাহ করা হলে তাকে আবারও গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে টরন্টোর এই বাসিন্দার বিরুদ্ধে অতিরিক্ত আরও দুটি অভিযোগ আনা হয়েছে। দ্য গ্রানাইট ক্লাবের অ্যাক্টিভ থেরাপি ক্লিনিকে সাইকোথেরাপিস্ট হিসেবে কাজ করার সময় প্রিঙ্গলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের মধ্যে এ ঘটনা ঘটে।

তদন্তকারীদের অভিযোগ, ক্লিনিকে দায়িত্ব পালনকালে চিকিৎসারত এক বালকের ওপর একাধিকবার নিপীড়ন চালান প্রিঙ্গল। তবে ওই শিশুর নাম প্রকাশ করা হয়নি।

২১ ফেব্রুয়ারি প্রিঙ্গলকে আদালতে উপস্থাপনের কথা রয়েছে। টিপিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অধিকতর তদন্তে কর্মকর্তাদের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে, প্রিঙ্গল আরও অপরাধ ঘটিয়েছেন। তদন্তকারীদের অভিযোগ, অ্যাক্টিভ থেরাপি ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় প্রিঙ্গল ১৩ বছর বয়সী এক বালককে যৌন নিপীড়ন করেন। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে।

এছাড়া ফেব্রুয়ারি মাসে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, ইয়র্ক ইউনিভার্সিটি গ্লেন্ডন ক্যাম্পাসের আরেকটি এন্ডেভার স্পোর্টস ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় প্রিঙ্গল ২০১৬ সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ১৩ বছর বয়সী এক নারী রোগীকে একাধিকবার যৌন নির্যাতন করেন।

সব মিলিয়ে চারটি অতিরিক্ত অভিযোগ আনা হয়েছে প্রিঙ্গলের বিরুদ্ধে। এ নিয়ে প্রিঙ্গলের বিরুদ্ধে অভিযোগ আনা হলো মোট আটটি। তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের কোনোটিই আদালতে প্রমাণিত হয়নি এবং আগামী ২ মার্চ দুপুর দুইটায় তাকে টরন্টোর আদালতে উপস্থাপনের দিন ধার্য্য রয়েছে।

এ সংক্রান্ত কারো কাছে আরো কোনো তথ্য থাকলে চাইল্ড অ্যান্ড ইয়ুথ অ্যাডভোকেসি সেন্টারের তদন্তকারীদের সঙ্গে ৪১৬-৮০৮-২৯২২ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.