বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
0.7 C
Toronto

Latest Posts

মামলা প্রত্যাখ্যান ওয়ারেন থমাসের

- Advertisement -
অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ’ ইউনিয়নের (ওপিএসইইউ) সাবেক প্রধান ওয়ারেন (স্মোকি) থমাস

অন্টারিও পাবলিক সার্ভিস এমপ্লয়িজ’ ইউনিয়নের (ওপিএসইইউ) সাবেক প্রধান ওয়ারেন (স্মোকি) থমাস তার ও আরও দুজনের বিরুদ্ধে আনা মাল্টি-মিলিয়ন ডলারের মামলা প্রত্যাখ্যান করেছেন। মামলাকে ভুল, মিথ্যা ও অসত্য অভিযোগ বলে উল্লেখ করেছেন তারা।

থমাস, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারার এদুয়ার্দো আলমেইদা এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক প্রশাসক মরিস গ্যাবে সোমবার এক বিবৃতি দিয়েছেন।

- Advertisement -

ওপিএসইইউ অন্টারিওর সবচেয়ে বড় সরকারি খাতের ইউনিয়ন, পদেশজুড়ে যার সদস্য প্রায় ১ লাখ ৮০ হাজার। সাবেক তিন নির্বাহীর অনুকূলে বেআইনিভাবে স্থানান্তরিত প্রায় ৬০ লাখ ডলার দাবি করেছে ইউনিয়ন। মামলার পর গত এপ্রিলে ইউনিয়নের তরফ থেকে একটি ফরেনসিক অডিট পরিচালনা করা হয়। থমাস ও আলমেইদার দায়িত্ব ছাড়ার পর নিরীক্ষাটি চালানো হয়। মামলায় ওপিএসইইউ অভিযোগ করেছে, প্রাপ্য না হলেও থমাস ও আলমেইদা উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ নিয়েছেন।
এর প্রতিক্রিয়ায় থমাসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মি. থমাস প্রায় ১৪ বছর ওপিএসইইউয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি সদস্যদের স্বার্থের জন্য ত্যাগ স্বীকার করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি শক্ত কিন্তু ন্যায়ানুগ নেতা হিসেবে পরিচিত পেয়েছিলেন। সততার খ্যাতিও ছিল তার। তিনি এমন একজন নেতা যিনি ইউনিয়ন ও তার সদস্যদের স্বার্থ দেখেছেন সবার আগে।

তার আইনজীবী বলেন, থমাস সব ধরনের আইনী বিকল্প খুঁজে দেখছেন। আত্মপক্ষ সমর্থনের আগে ভুয়া এই মামলা নিয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না।

থমাসসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আানা হলেও তা আদালতে প্রমাণিত হয়নি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.