মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
12.8 C
Toronto

Latest Posts

ফিরছে জেলারস

- Advertisement -
দেশব্যাপী কার্যক্রম বন্ধের প্রায় এক দশক পর কানাডায় ফিরছে রিটেইলার জেলারস

দেশব্যাপী কার্যক্রম বন্ধের প্রায় এক দশক পর কানাডায় ফিরছে রিটেইলার জেলারস। কানাডাজুড়ে হাডসন’স বে স্টোরে ২৫টি জেলারস স্টোর এক্সপেরিয়েন্সের পরিকল্পনার কথা জানিয়েছে তারা।

কোম্পানির তথ্য অনুযায়ী, ফিজিক্যাল স্টোরের পাশাপাশি প্রথমবারের মতো জেলারসের ই-কমার্স সাইটও থাকবে। এর ঠিকা জেলারসডটসিএ। গ্রেটার টরন্টো এরিয়াতে তাদের তিনটি স্থানে স্টোর চালুর পরিকল্পনা রয়েছে। এগুলোর একটি হবে মিসিসোগার মিলস শপিং সেন্টারে, একটি স্কারবোরো টাউন সেন্টারে এবং আরেকটি বার্লিংটন মলে।

- Advertisement -

অন্টারিওর যেসব স্থানে জেলারসের স্টোর চালু হবে সেগুলো হলো-মিসিসোগার এরিন মিলস, বার্লিংটনের বার্লিটন মল, লন্ডনের হোয়াইট ওকস মল, স্কারবোরোর স্কারবোরো টাউন সেন্টার, সেন্ট ক্যাথেরিন্সের পেন সেন্টার শপিং প্লাজা, ক্যাম্ব্রিজের ক্যাম্ব্রিজ সেন্টার, অটোয়ার রিডো সেন্টার, অটোয়ার সেন্ট লরেন্ট সেন্টার এবং কিংস্টনের ক্যাটারাকি টাউন সেন্টার।

কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, কানাডার সব স্থানের স্টোরই একই সঙ্গে খোলা হবে। প্রত্যেকটি স্টোরের আয়তন হবে ৮ হাজার থেকে ১০ হাজার বর্গফুট।

২০১১ সালের গোড়ার দিকে মার্কিন ডিপার্টমেন্ট স্টোর চেইন টার্গেট জেলারসের ১৮৯টি স্থানের ভাড়া হাডসন’স বে কোম্পানির কাছ থেকে অধিগ্রহণ করে। এতে তাদের ব্যয় হয় ১৮২ কোটি ৫০ লাখ ডলার। এর মধ্যে জেলারসের ১২৫টি স্টোর টার্গেট রিটেইলার নামে কার্যক্রম শুরু করে। এর ফলে হাডসন’স বে কোম্পানির হাতে থাকে অবশিষ্ট ৬৪টি স্টোর। ২০১২ সালে তারা জানায়, এগুলো পরিচালনা তাদের জন্য লাভজনক নয়। ফলে ২০১৩ সালে কানাডায় সবগুলো স্টোর বন্ধ করে দেয় জেলারস।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.