বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
6.3 C
Toronto

Latest Posts

অস্টম বর্ষে এনআরবি টিভি

- Advertisement -
সাফল্যের সঙ্গে অস্টম বর্ষে পা রাখলো কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি

সাফল্যের সঙ্গে অস্টম বর্ষে পা রাখলো কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভি। গত সাতবছরে এনআরবি টিভি উত্তর-আমেরিকাসহ বিশ্বের ৫৬ টি দেশে নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রবাসে বাংলার মুখ -এই শ্লোগানকে সামনে রেখে ২০১৬ সালের ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে এনআরবি টিভি। সর্বাধুনিক এইচডি প্রযুক্তি ব্যবহার করার ফলে ট্রান্সমিশন কোয়ালিটি প্রশংসা পায় দর্শকমহলে। কানাডার নিজস্ব স্টুডিওতে নির্মিত অনুষ্ঠানগুলো জনপ্রিয়তা পায় দ্রুত । অপরূপা, স্পটলাইট, জিরোপয়েন্ট, শুভসকাল, হ্যালো মন্ট্রিয়ল, হেলথ টিপস, আইনিকথা, সাম্প্রতিক, কানাডা জার্নাল, প্রবাসে বাঙালিয়ানা, সমসাময়িক, ইউর বিল্ডার, এই সময়, পাবলিক চয়েস, ক্রাইম এন্ড ল, ইউর রিয়েলটর, ইমিগ্রেশন টাইম, বাংলামেইল জার্নাল, স্টার অব দ্য উইক এবং মিউজিক জোন সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান।

বছরজুড়ে ঈদ, পূজা, রমজান, পহেলা বৈশাখ, বড়দিন, বুদ্ধু -পূর্ণিমাসহ কমিউনিটির সকল বড় ইভেন্টকে ঘিরে থাকে বিশেষ আয়োজন। যাত্রা শুরুর বছর থেকেই এনআরবি টিভি প্রবাসে প্রথমবারের মতো রমজান মাসে রোজাদারদের সুবিধার্থে মাগরিব ও ফজরের আযান সম্প্রচার শুরু করে। আর রমজান মাসব্যাপি বিশেষ আয়োজনতো থাকেই। সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের সুখ-দু:খ, অর্জন, সংগ্রাম এবং বাংলাদেশের অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই এই চ্যানেলের মূল লক্ষ্য। ২০২০ সাল থেকে প্রতি ঘন্টায় প্রচার করছে ‘সাতদিনের আবহাওয়া’। এনআরবি মানে ‘নন রেসিডেন্ট বাংলাদেশি’। তাই কেবল বিনোদন এবং প্রচলিত ধারণার বাইরে থেকেই প্রবাসীদের জন্য কাজ করার চেস্টা করছে এই চ্যানেল। আর এনআরবি টিভির লোগোর লাল সবুজের মিশেল মনে করিয়ে দেয় মহান মুক্তিযুদ্ধের কথা। প্রবাসের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নিয়মিত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র, নাটক ও চলচ্চিত্র সম্প্রচার করা হয়। সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০১৭ এবং ২০১৮ সালে কানাডার এথনিক প্রেস এন্ড মিডিয়া এ্যাওয়ার্ড এবং হেরিট্যাজ এ্যাওয়ার্ড লাভ করে এনআরবি টিভি।

- Advertisement -

এনআরবি টিভির সিইও শহিদুল ইসলাম মিন্টু বলেন, এই বছর বিশ্বব্যাপি প্রবাসীদের মধ্যে আরো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার জন্য পুরো মাত্রায় কাজ করবে এনআরবি টীম। ১০টি দেশে পুর্ণাঙ্গ স্টুডিওসহ ব্যুরো অফিস নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হালিম মিয়া বলেন, দর্শক, বিজ্ঞাপনদাতা, কলা-কুশলীএবং শুভানুধ্যায়ীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা । তাদের অকৃত্রিম ভালোবাসা আমাদের চলার পাথেয়। চেয়ারম্যান রেজাউল কবীর বলেন, মাত্র সাতবছরে এনআরবি টিভির অভাবনীয় সাফল্যে আমরা আপ্লুত। এই সাফল্যকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.