মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
8 C
Toronto

Latest Posts

কনজার্ভেটিভ এমপি এরিক ডানকানের অনুরোধের প্রেক্ষিতে এই হেমন্তে হাউস অব কমন্সে এই উপাত্ত সরবরাহ করেছে পাবলিক হেলথ কানাডা কোভিড বিধি ভঙ্গে ১৫ মিলিয়ন ডলার জরিমানা কানাডিয়ানদের

- Advertisement -
কনজার্ভেটিভ এমপি এরিক ডানকানের অনুরোধের প্রেক্ষিতে এই হেমন্তে হাউস অব কমন্সে এই উপাত্ত সরবরাহ করেছে পাবলিক হেলথ কানাডা

যেসব কানাডিয়ান ফেডারেল কোভিড-১৯ কোয়ারেন্টিন বিধি ভঙ্গ করেছেন এ বছর তাদেরকে ১ কোটি ৫০ লাখ ডলার জরিমানার মুখে পড়তে হয়েছে। পাবলিক হেলথ এজেন্সির উপাত্তে এ তথ্য উঠে এসেছে। তবে ঠিক কি পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়েছে সেটা পরিস্কার নয়।

কনজার্ভেটিভ এমপি এরিক ডানকানের অনুরোধের প্রেক্ষিতে এই হেমন্তে হাউস অব কমন্সে এই উপাত্ত সরবরাহ করেছে পাবলিক হেলথ কানাডা।

- Advertisement -

এ বছর কানাডায় কোভিড-১৯ সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। অক্টোবর পর্যন্ত ভ্যাকসিনেশন স্ট্যাটাসের ভিত্তিতে ভ্রমণকারীদের টেস্টিং ও কোয়ারেন্টিন বিধি মেনে চলতে হতো। সেই সঙ্গে অ্যারাইভক্যান অ্যাপের মাধ্যমে জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্যও আপলোড করার প্রয়োজন পড়তো।

কোভিড-১৯ সংক্রমণের মাত্রাভেদে স্বাস্থ্য কর্মকর্তাদের পদক্ষেপ বদলে যাওয়ায় বছরজুড়ে এসব বিধানও ভিন্ন ভিন্ন মাত্রা পেয়েছে। চলমান বিধিনিষেধ কিছু ভ্রমণকারী ও পর্যটন শিল্পকে ক্ষুব্ধও করে। পর্যটন শিল্পের মতে, এসব বিধিনিষেধ তাদের ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।

পাবলিক হেলথ এজেন্সি কানাডার এই উপাত্তে ব্রিটিশ কলাম্বিয়া, অন্টারিও, ম্যানিটোবা ও আটলান্টিক কানাডার তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে সাস্কেচুয়ান, আলবার্টা বা যেসব অঞ্চল জরিমানার বিধানসম্বলিত আইন গ্রহণ না করায় সেগুলোর তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রদেশভিত্তিক যে তথ্য সেখানে কুইবেককে বাদ দেওয়া হয়েছে। কুইবেকে প্রাদেশিক প্রসিকিউটররা জরিমানা আরোপ করেছেন।

ফেডারেল কোয়ারেন্টিন আইনের আওতায় জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৩ হাজার ৬১৪টি টিকিট ইস্যু করা হয়েছে। পরিমাণের ভিন্নতাভেদে এতে জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৪৮ লাখ ডলার। কোয়ারেন্টিন বিধি ভঙ্গের জরিমানা ৮২৫ থেকে ৫ হাজার ডলার।

সবচেয়ে বেশি জরিমানা আরোপ করা হয়েছে অন্টারিওতে। এটা জনসংখ্যার ভিত্তিতে কানাডার বৃহত্তম প্রদেশই কেবল নয়, দেশের ব্যবস্ততম বিমানবন্দর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তম স্থল সীমান্তও এটি। আলোচ্য আট মাসে প্রদেশটিতে ইস্যু করা হয়েছে মোট ২ হাজার ৬৭২টি টিকিট।

এছাড়া ব্রিটিশ কলাম্বিয়ায় ইস্যু করা হয়েছে ৭০৯টি টিকিট এবং ম্যানিটোবাতে ২১০টি। তবে নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাব্রাডোর অথবা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে কোয়ারেন্টিন বিধি ভঙ্গের কারণে কোনো টিকিট ইস্যু করা হয়নি। যদিও নিউ ব্রান্সউইকে ২১ এবং নোভা স্কশিয়ায় দুইজনকে জরিমানা করা হয়েছে।

পাবলিক হেলথ এজেন্সির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০২০ সালে কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হওয়ার পর থেকে কোয়ারেন্টিন বিধি লঙ্ঘনের দায়ে মোট ১৯ হাজার টিকিট ইস্যু করা হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.