শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.1 C
Toronto

Latest Posts

চুরি যাওয়া ২১৫টি গাড়ি উদ্ধার

- Advertisement -
ফাইল ছবি

গ্রেটার টরন্টো এরিয়াতে (জিটিএ) চুরি যাওয়া ২১৫টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫১ জনকে। উদ্ধার করা এসব গাড়ির মূল্য সাকুল্যে ১ কোটি ৭০ লাখ ডলার। সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ওপর মাসব্যাপী তদন্তের পর এ সাফল্য পেল পুলিশ। এসব ঘটনায় ১৫০টির বেশি অভিযোগ দাখিল করা হয়েছে।

তদন্তের ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা ১৫টি হ্যান্ডগান, একটি অ্যাসল্ট রাইফেল, অ্যামুনিশন, এক কিলোগ্রাম কোকেইন ও বিভিন্ন ধরনের রিপ্রোগ্রামিং ডিভাইস উদ্ধার করেছেন। প্রজেক্ট টাচডাউন নামে এ তদন্ত চলতি বছরের মে মাসে শুরু হয়।

- Advertisement -

ইয়র্ক রিজিয়নাল পুলিশের (ওয়াইআরপি) প্রধান জিম ম্যাকসুইন বুধবার সাংবাদিকদের বলেন, গ্রেটার টরন্টো এরিয়ায় গাড়ি চুরি বৃদ্ধির জন্য দায়ি সংঘবদ্ধ একটি অপরাধী গোষ্ঠীর ওপর নজর রেখে প্রকল্পটি পরিচালিত হয়। শুধু ইয়র্ক রিজিয়নেই গাড়ি চুরির ঘটনা গত এক বছরে ৪৪ শতাংশের বেশি বেড়েছে। কর্মকর্তারা প্রতিদিনি গড়ে ৬টির বেশি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করছেন।

তদন্তকারীদের তথ্যমতে, জিটিএভিত্তিক একাধিক প্রদেশব্যাপী বা আন্তর্জাতিকভাবে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা গাড়ি চুরি ও তা পাচারের সঙ্গে জড়িত। অনেক সময় চুরি করা গাড়ি আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাচার করা হয়।

সন্দেহভাজনরা অধিকাংশ গাড়ি চুরি করেছে কি ফবস রিপ্রোগ্রাম কৌশল ব্যবহার করে। চুরির কৌশলসম্বলিত একটি ভিডিও ইউটিউবে আপলোড করেছে ইয়র্ক রিজিয়নাল পুলিশ। তাতে চোরদের ফবস ম্যানিপুলেট করতে দেখা যায়, যাকে তারা বলে ‘রিলে থেফট’।

রিলে থেফটে একজন ব্যক্তিকে চুরির উদ্দেশে বেছে নেওয়া গাড়ির পাশে দাঁড়িয়ে থাকে। আরেকজন অবস্থান নেয় ডিভাইস রাখা বাড়ির কাছে, যা কি ফব থেকে সিগন্যাল পায়। পুলিশ বলছে, ওয়্যারলেস কি ফব খুব সহজেই ম্যানিপুলেট করা সম্ভব। এ থেকে রেহাই পেতে ফ্যারাডে বক্সে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। ফ্যারাডে বক্স এমন একটি ডিভাইস, যা বাইরের সংকেতকে আটকাতে সক্ষম।

ম্যাকসুইন বলেন, গ্রুপগুলো যে কেবল গাড়িই চুরি করছে তা নয়, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালানও করছে। যে ১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে সেগুলোর বেশিরভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। সবগুলো আগ্নেয়াস্ত্রের উৎসের খোঁজ করছেন তদন্তকারীরা।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.