বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
11.7 C
Toronto

Latest Posts

নাগেট মসজিদের ইমামকে হেনস্থা

- Advertisement -
নাগেট এভিনিউয়ে ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টো

ফজরের নামাজের সময় স্কারবোরোর একটি মসজিদে এক অনুপ্রবেশকারীর বিরুদ্ধে ইমামকে হেনস্থার হামলার অভিযোগ উঠেছে। খবর পেয়ে এ ঘটনার তদন্ত শুরু করেছে টরন্টো পুলিশ।

মারখাম রোড ও ম্যাকলেভিন এভিনিউয়ের কাছে ৪৪১ নাগেট এভিনিউয়ে ইসলামিক ফাউন্ডেশন অব টরন্টোতে (আইএফটি) ভোর ৭টার দিকে এ ঘটনা ঘটে। মসজিদের তথ্য অনুযায়ী, এ সময় ইমামকে হেনস্থা করা হয়। আইএফটি এক টুইটে বলেছে, দুইজন সাহসী মুসল্লি ওই অনুপ্রবেশকারীকে ধরে ৯১১ এ ফোন করেন। টরন্টো পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে গেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এ অবস্থায় আমরা কমিউনিটির সদস্যদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছি।
টরন্টো পুলিশ সিপি২৪কে জানিয়েছে, এটি ছিল ছোট খাটো ঘটনা এবং কেউ আহত হয়নি। প্রথমদিকে তারা বলেছিল, হেইট ক্রাইম হিসেবে এটি তদন্ত করছে না তারা। কারণ, গ্রেপ্তারকৃত ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে এবং এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

- Advertisement -

ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস সম্ভাব্য হেইট ক্রাইম হিসেবে ঘটনাটির তদন্ত না করায় উদ্বেগ প্রকাশ করে। পরে সোমবার বিকালে টরন্টো পুলিশ জানায়, তারা এ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে এবং কমিউনিটি নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। সম্ভাব্য সব ধরনের হেইট ক্রাইমকে সামনে রেখে টরন্টো পুলিশ ঘটনাটির তদন্ত করছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে তা জানিয়ে দেওয়া হবে।

সোমবার বিকালে ইমাম শেখ ইউসুফ বাদাত এক ফেসবুক পোস্টে বলেন, তিনি ও অনেক মুসল্লি এ ঘটনায় আতঙ্কিত এবং খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন। এ ঘটনায় উত্তর না পাওয়া অনেক প্রশ্নের উত্তর চান তারা। হেনস্থার পরও অভিযুক্তকে কেন গাড়ি নিয়ে চলে যাওয়া অনুমতি দেওয়া হলো সে প্রশ্নের উত্তর তারা চানা। আমার প্রার্থনা থাকবে, আমি এবং আইএফটির মুসল্লিরা যে ভয়ার্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন কমিউনিটির কেউ যেনো তেমন পরিস্থির সম্মুখীন না হন।

এদিকে টরন্টো মেয়র জন টরি এক টুইটে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কেউ আহত হননি জেনে স্বস্তি বোধ করছি। প্রার্থনার স্থান আমাদের সবার জন্যই নিরাপদ হওয়া প্রয়োজন। মুসল্লিরা সাহায্যে এগিয়ে আসায় আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ ও তদন্ত শুরু করায় টরন্টো পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.