বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
1.7 C
Toronto

Latest Posts

মিসিসোগায় আগুনে দুইজনের মৃত্যু

- Advertisement -
মিসিসোগায় শনিবার অগ্নিকা-ে দুইজনের মৃত্যু হয়েছে

মিসিসোগায় শনিবার অগ্নিকা-ে দুইজনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক এ অগ্নিকা-ের তদন্ত করছে পিল পুলিশ।

মেভিস রোডের পশ্চিম এবং ব্রিটানিয়া রোড ওয়েস্টের দক্ষিণে অ্যানাবেলে এভিনিউয়ের কাছে জেনোভেজ প্লেসে মিসিসোগার একটি বাড়িতে সোয়া ১টার দিকে ধোঁয়ার খবর পায় মিসিসোগা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস (এমএফইএস)। ঘটনাস্থলে পৌঁছে বাড়িটির লাগোয়া একটি ইউনিটে একটি ওয়ান-অ্যালার্ম দেখতে পায় এমএফইএস।

- Advertisement -

এ ঘটনায় মিসিসোগা ফায়ার এক টুইটে জানিয়েছে, বাড়িতে অচেতন অবস্থায় দুই ব্যক্তিকে পাওয়া যায়। ঘটনাস্থলে সাংবাদিকদের মিসিসোগা ফায়ারের ডেপুটি চিফ রব গ্রিমউড বলেন, সেমি-ডিটাচড বাড়ির একজন বাসিন্দার কাছ থেকে ফোন কলটি পান তারা। এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে যাই। আমাদের তদন্ত অনুযায়ী, ধোঁয়া আসছিল লাগোয়া ইউনিটটি থেকে। দমকলকর্মীরা জোর করে বাড়ির ভেতরে ঢুকে নিচের দিকে যান এবং মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করেন। এ ঘটনায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুজনের মৃত্যু হলেও প্রকৃতপক্ষে আগুনের মাত্রা ছিল কম। অধিকাংশ এলাকাতেই আপনাআপনিই আগুন নিভে গেছে।

তবে আগুনের কারণ, উৎস ও পারিপাশি^ক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। এটি সন্দেহজনক মনে হয় আগুনের তদন্তের দায়িত্ব নিয়েছে হোমিসাইড ইউনিট। কর্মকর্তারা ফায়ার মার্শালের কার্যালয়ের সঙ্গে কাজ করবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্রিমউড বলেন, অগ্নিকা-ে বছরের সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নভেম্বর ও ডিসেম্বরে। তাই লোকজনকে স্মোক অ্যালার্ম ও ফায়ার এসকেপ প্ল্যান কার্যকর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.