বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
11.7 C
Toronto

Latest Posts

কাউন্সিলের আঞ্চলিক প্রধান নিয়োগের কর্তৃত্বে সরকার

- Advertisement -
আবাসনমন্ত্রী স্টিভ ক্লার্ক

নির্দিষ্ট কিছু মিউনিসিপালিটির কাউন্সিলের আঞ্চলিক প্রধান নিয়োগের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিচ্ছে অন্টারিও সরকার। পাশাপাশি বাড়ি নির্মাণে সহায়তার জন্য বাড়তি কিছু ক্ষমতা পেতেও আইন করা হচ্ছে। বেটার মিউনিসিপাল গভার্নেন্স অ্যাক্ট শীর্ষক বিলটি ১৫ অক্টোবর বিকালে আইনসভায় উত্থাপন করা হয়। বিলটি উত্থাপন করে আবাসনমন্ত্রী স্টিভ ক্লার্ক বলেন, আগামী ১০ বছরের মধ্যে ১৫ লাখ বাড়ি নির্মাণের ব্যাপারে আমাদের সাহসী পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে এই পরিবর্তন।

আঞ্চলিক চেয়ার হয় নিয়োগ দেওয়া হয় অথবা সাধারণ ভোটে বা প্রতিনিধিদের ভোটে নির্বাচন করা হয়। প্রস্তাবিত আইনের ফলে মিউনিসিপাল বিষয়ক ও আবাসনমন্ত্রীরা নায়াগ্রা, পিল ও ইয়র্কে কাউন্সিলের চলমান মেয়াদেই চেয়ারম্যান নিয়োগ দিতে পারবেন। নায়াগ্রার চেয়ার জিম ব্র্যাডলি, পিলের নান্দো লানিক্কা এবং ইয়র্কের চেয়ার ওয়েন এমারসনকেব পুনর্নিয়োগ দেওয়ার ইচ্ছার কথা এরই মধ্যে জানিয়েছেন ক্লার্ক।

- Advertisement -

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রদেশ তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগাতে চায়। আবাসনের লক্ষ্যমাত্রা অর্জনে আকার ও সম্ভাবনার কারণে এই তিনটি মিউনিসিপালিটিতে ধারাবাহিকতা বজায় রাখা দরকার বলে আমি দৃঢ়ভাবে মনে করি।

আইনটিকে গণতন্ত্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেন এনডিপি হাউসিং ক্রিটিক জেসিকা বেল। সাশ্রয়ী বাড়ির জন্য এটা কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

জেসিকা বেল সাংবাদিকদের বলেন, হাজারো ভোটার ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যে প্রিমিয়ার ডগ ফোর্ড রিজিয়নাল কাউন্সিলের চেয়ার নিয়োগের ক্ষমতা নিজের হাতে তুলে নিয়েছেন। এই রিজিয়নাল চেয়াররা কাউন্সিলরদের মাধ্যমে নির্বাচিত হওয়ার পথে ছিলেন। এখন ডগ ফোর্ড তার লোকদের বেছে নিতে ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন।

ডারহাম, হল্টন, নায়াগ্রা, পিল, ওয়াটারলু ও ইয়র্ক আঞ্চলিক সরকারের মূল্যায়নে প্রাদেশিকভাবে নির্বাচিত ফ্যাসিলিটেটরের পদও সৃষ্টি করছে প্রদেশ। ফ্যাসিলিটেটররা উচ্চ ও নি¤œ স্তরের মিউনিসিপালিটির দায়িত্ব ও ভূমিকার সংমিশ্রণ ঘটাবেন বলে জানান ক্লার্ক। তাদের দায়িত্ব হবে মেয়রের ক্ষমতাকে সম্প্রসারিত করা। কিছু মিউনিসিপালিটি প্রস্তাবটিকে ভালোভাবেই গ্রহণ করেছে। ব্র্যাম্পটনের মেয়র প্যাট্রিক ব্রাউন এর প্রতি তার সমর্থন জানিয়ে দিয়েছেন। মিসিসোগার মেয়র বনি ক্রম্বিও স্থানীয় সরকারের সংস্কারে একে ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। পিল রিজিয়নের বাকি অংশ থেকে মিসিসোগাকে আলাদা করতে সোচ্চার ক্রম্বি।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.