শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.6 C
Toronto

Latest Posts

গ্যাং-সংশ্লিষ্ট হত্যাকান্ড বেড়েছে

- Advertisement -
ফাইল ছবি

২০২১ সালে কানাডায় হত্যাকান্ড রেকর্ড পরিমাণ বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা। এসব হত্যাকা-ের প্রায় এক-তৃতীয়াংশ গ্যাং-সংশ্লিষ্ট।
গত বছর কানাডায় মোট ৭৮৮টি হত্যাকা- ঘটেছে, ২০২০ সালের তুলনায় যা ৩ শতাংশ বেশি। ২০০৫ সালের পর এটাই কানাডায় সর্বোচ্চ হত্যাকা-ের ঘটনা। হত্যাকা- ও গ্যাং-সংশ্লিষ্ট হত্যাকা-ের হার সবচেয়ে বেশি দেখা গেছে সাস্কেচুয়ানে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে প্রদেশটিতে হত্যাকান্ড বেড়েছে ৯ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ হত্যাকা-ের ঘটনা ঘটেছে ম্যানিটোবায়। অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়াতেও হত্যাকান্ডের ঘটনা উল্লেখযোগ্য বেড়েছে। তবে আলবার্টা ও নোভা স্কশিয়ায় হত্যাকা- লক্ষ্যণীয় হারে হ্রাস পেয়েছে।

- Advertisement -

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, হত্যাকান্ড কানাডায় প্রায় বিরল ঘটনা। ২০২১ সালে পুলিশের খাতায় নথিভুক্ত সহিংস অপরাধের দশমিক ২ শতাংশেরও কম ছিল এটা। নগর হিসেবে হোমাসাইডের হার সবচেয়ে বেশি অন্টারিওর রেজিনা, উইনিপেগ ও থান্ডার বেতে।

২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ১৮৪টি হোমিসাইড ছিল গ্যাং-সংশ্লিষ্ট। ১৬ বছর আগে এ সংক্রান্ত উপাত্ত সংরক্ষণ শুরু করার পর এটাই সর্বোচ্চ হার। অন্টারিওতে ২০২১ সালে আগের বছরের চেয়ে গ্যাং-সংশ্লিষ্ট হোমিসাইডের ঘটনা বেশি ঘটেছে ১৩টি। ব্রিটিশ কলাম্বিয়া, কুইবেক, নোভা স্কশিয়া, সাস্কেচুয়ান, নিউ ব্রান্সউইক এবং ইউকনেও গ্যাং-সংশ্লিষ্ট হত্যাকান্ড বেড়েছে।

ইউনিভার্সিটি অব উইনিপেগের ক্রিমিনাল জাস্টিসের সহযোগী অধ্যাপক কেভিন ওয়ালবি বলেন, জনগণকে সত্যিকারের নিরাপত্তা দিতে হলে আমাদের ভিন্নভাবে কিছু করা দরকার। মহামারি ও মূল্যস্ফীতির কারণে জনগণকে সামাজিক ও অর্থনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এগুলো লোকজনকে ঝুঁকিপূর্ণ জীবনের দিকে ঠেলে দিতে পারে। সহিংসতার রাশ টানতে আরও বেশি সামিিজক সহায়তা, চাকরির সুযোগ, সহিংসতাবিরোধী প্রশিক্ষণ ও কমিউনিটি সহায়তা দরকার।

যথারীতি আদিবাসীরা সহিংসতার শিকার হয়েছে বেশি। অ-আদিবাসীদের তুলনায় আদিবাসীরা সহিংসতার শিকার হয়েছে ছয়গুন বেশি। স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, ২০২১ সালে ৪৫ জন আদিবাসী নারী হত্যকা-ের শিকার হয়েছেন। আগের বছর হ্যাকা-ের শিকার হয়েছিলেন তিনজন কম। সাস্কেচুয়ানে হত্যাকা-ের শিকার ব্যক্তিদের ৭৭ শতাংশই আদিবাসী, যেখানে প্রদেশটির মোট জনসংখ্যায় তাদের প্রতিনিধিত্ব মাত্র ১৮ শতাংশ। আলবার্টা এবং ম্যানিটোবাতেও উল্লেখযোগ্য সংখ্যক আদিবাসী হত্যাকা-ের শিকার হয়েছেন।

হত্যাকান্ডের শিকার ব্যক্তিদের মধ্যে কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয়দের হিস্যাও বেশ বড়। অন্টারিওতে ২০২১ সালে জাতিগস ১৩৮ জন হত্যকান্ডের শিকার হয়েছেন, ২০২০ সালের তুলনায় সংখ্যাটি ২০ বেশি।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, হত্যাকান্ডে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র ব্যবাহর করে সবচেয়ে বেশি হত্যাকা- ঘটানো হয়েছে টরন্টোতে এবং সংখ্যাটি ৬১। এরপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে সবচেয়ে বেশি হগত্যাকান্ডের ঘটনা ঘটেছে ভ্যানকুভার, মন্ট্রিয়ল ও এডমন্টনে। হত্যাকান্ডের ৩২ শতাংশ ঘটানো হয়েছে ছুরিকাঘাতের মাধ্যমে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.