বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
1.3 C
Toronto

Latest Posts

সর্বোৎকৃষ্ট শহরের তালিকায় টরন্টো

- Advertisement -
ছবি/রিচেল আনব্যালে

২০২৩ সালে বসবাস ও কাজের জন্য সর্বোৎকৃষ্ট যে ২৫টি শহরের তালিকা করা হয়েছে তাতে স্থান পেয়েছে টরন্টো। বৈশি^ক পরামর্শ প্রতিষ্ঠান রেজোন্যান্স কনসালট্যান্সি সম্প্রতি তাদের সেরা শহরের তালিকাটি প্রকাশ করে এবং কানাডার অল্প যে কয়েকটি শহর তালিকায় স্থান করে নিয়েছে, টরন্টো তার মধ্যে অন্যতম।

শীর্ষ ১০০ শহরের মধ্যে টরন্টোর স্থান ২৪তম। এছাড়া মন্ট্রিয়ল রয়েছে এই তালিকায় ৫৭, ক্যালগেরি ৬৫, ভ্যানকুভার ৬৯ এবং অটোয়া ৯৬তম স্থানে। র‌্যাঙ্কিং অনুযায়ী, বৈচিত্র্য এবং শিক্ষার কারণেই টরন্টো সর্বোৎকৃষ্ট ২৫ শহরের তালিকায় স্থান করে নিয়েছে।

- Advertisement -

টরন্টোকে ওই অঞ্চলের মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল মেট্রোপলিটন এলাকা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ইউনিভার্সিটি অব টরন্টোর এক গবেষণার উদ্ধৃতি দিয়ে পরামর্শক প্রতিষ্ঠানটি বলেছে, ৫০ বছরেরও কম সময়ের মধ্যে এর জনসংখ্যা নিউইয়র্ক ও মেক্সিকো সিটিকে পেছনে ফেলে দেবে।

রেজোন্যান্স কনসালট্যান্সির তালিকা এবং কেন টরন্টো তালিকার উপরের দিকে স্থান পেল তা নিয়ে ডেস্টিনেশন টরন্টোর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড্রু ওয়ের এবং টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির টেড রজার্স স্কুল অব হসপিটালিটির অধ্যাপক ও অন্তবর্তী পরিচালক ওয়েইন স্মিথের সঙ্গে কথা বলেছে সিটিভি নিউজ টরন্টো। টরন্টোর মানুষে বৈচিত্র্য, অর্থনৈতিক স্থিতিশীলত ও সুযোগ এবং বাসিন্দাদের শিক্ষা সম্মানজনক এই স্বীকৃতিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন এন্ড্রু ওয়ের। তিনি বলেন, কানাডিয়ান শহর হিসেবে টরন্টোকে তালিকায় উপরের দিকে দেখতে পাওয়াটা গুরুত্বপূর্ণ। টরন্টো কেবল এটার আকাক্সক্ষাতেই থাকেনি, এজন্য তারা কঠোর পরিশ্রমও করেছে। এখানে বসবাসকারী সাবাই আমরা সেটা জানি।

বৈশ্বিকভাবে বৃহৎ পর্যটন গন্তব্য লন্ডন, প্যারিস, নিউইয়র্ক, দুবাই এবং বার্সেলোনার তুলনায় পিছিয়ে আছে টরন্টো। স্মিথ বলেন, পর্যটনের দৃষ্টিকোণ থেকে দেখলে টরন্টোর বৈচিত্রের পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো নগরীটি ভ্রমণে পর্যটকদের আকৃষ্ট করছে। একদিনেই আপনি এখানে বিশ^ দেখতে পাবেন। বৈচিত্র্যে কানাডার কাছাকাছিও কোনো শহর বিশ্বে নেই। আপনি যদি আফগান খাবার চান, তা-ও আপনি এখানে পাবেন। আপনি যদি সুদানি খাবার চান, এখানে তাও মিলবে। সারা বছর ধরে অনুষ্ঠিত অসংখ্য উৎসবও টরন্টোতে পর্যটন আসার আরেকটি কারণ। এর ওপর আছে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান। র‌্যাপটরদের দেখুন। আক্ষরিক অর্থেই তারা জাতীয় ব্র্যান্ড।

ওয়ের বলেন, তালিকায় স্থান করে নেওয়ার প্রভাবক হিসেবে যেকোনো একটি কারণকে বেছে নেওয়া কঠিন। অনেকগুলো বিষয় আছে এখানে, বিশ^খ্যাত টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উন্নত সংগীত ও খাবার এবং দ্রুত বর্ধনমান প্রযুক্তি খাত যার মধ্যে অন্যতম।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.