বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
7.6 C
Toronto

Latest Posts

অন্টারিওর সবচেয়ে বেশি ও কম প্রতিযোগী আবাসন বাজার

- Advertisement -
ছবি/জনসন এন্ড জনসন

অন্টারিওর কোন আবাসন বাজারগুলো সবচেয়ে বেশি প্রতিযোগী ও কোনগুলো সবচেয়ে কম প্রতিযোগী তার একটি র‌্যাংকিং কানাডিয়ান রিয়েল এস্টেট ওয়েবসাইট জুকাসো। অক্টোবরের বিক্রি ও নতুন তালিকাভুক্তির উপাত্তের ভিত্তিতে তারা ৩৪টি শহরের তুলনামূলক অবস্থান নির্ধারণ করেছে।

গ্রেটার টরন্টো এরিয়ার (জিটিএ) ১৯টি শহরই ভারসাম্যপূর্ণ আবাসন বাজারের স্বীকৃতি পেয়েছে। এর অর্থ হলো বাজারগুলোতে চাহিদা ও জোগানের মধ্যে একটা ভারসাম্য রয়েছে। বিক্রেতাদের কাছে সবচেয়ে অনুকূল তিনটি বাজার হচ্ছে টরন্টো, মিসিসোগা ও ব্র্যাম্পটন।

- Advertisement -

তবে জিটিএর এর বাইরে মাত্র ছয়টি বাজার ভারসাম্যপূর্ণ নয়। এই মুহূর্তে একমাত্রা ক্রেতাদের উপযোগূ বাজার নায়াগ্রা ফলস। এখানে বাড়ির গড় দাম ৬ লাখ ৪০ হাজার ডলার। গত বছর বাজারটি ছিল বিক্রেতা অনুকূল।

সল্ট মেরি, থান্ডার বে, নর্থ বে, সাডবেরি ও গুয়েল্ফ-সবগুলোই এই মুহূর্তে বিক্রেতাবান্ধব আবাসন বাজার। এর অর্থ হলো চাহিদা সরবরাহকে ছাপিয়ে গেছে। গুয়েল্ফ এগুলোর মধ্যে একমাত্র শহর যেখানে বাড়ির দাম ৭ লাখ ডলারের ওপরে।

জোকাসো বলছে, গ্রেটার টরন্টো এরিয়ার আবাসন বাজারে প্রতিযোগিতা থেমে গেছে। কিন্তু ব্যাংক অব কানাডা ডিসেম্বরে আরেক দফা সুদের হার বাড়ালে বাজার আবার বিক্রেতাদের অনুকূলে চলে যাবে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.