
কর্মীদের বাধ্যতামূলকভাবে ভ্যাকসিন গ্রহণ নীতি বাতিল করেছে টিটিসি। এর মধ্য দিয়ে অব্যাহতিপ্রাপ্ত শত শত কর্মীকে কাজে ফেরানোর একটা উপায় তৈরি হলো।
বৃহস্পতিবার টিটিসি জানায়, ২৭ নভেম্বর থেকে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন নীতি প্রত্যাহার করা হচ্ছে। এই নীতির কারণে যেসব কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাদেরকে কাজে ফেরার একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু অব্যাহতিতে থাকাকালীন সময়ের বেতন দেওয়া হবে না তাদেরকে।
বাধ্যতামূলক ভ্যাকসিনেশন নীতি পরিপালন না করায় গত জানুয়ারিতে ৩৫৪ জন কর্মীকে অব্যাহতি দেয় টিটিসি। এ ব্যাপারে টিটিসি বলেছে, গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষিত থাকার উপায় হিসেবে টিটিসি এখনো সব কর্মীকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিয়ে যাচ্ছে।
এর আগে কর্মীদের জন্য বাধ্যতামূলক ভ্যাকসিনেশন নীতি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে। এর এক সপ্তাহ পর টিটিসি এই সিদ্ধান্ত নিলো।
এর আগে গত জুনে এক প্রতিবেদনে উল্লেখ করে, অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগে ৩০ লাখ ডলারের মামলার মুখে রয়েছে টিটিসি। তবে টিটিসি তাদের প্রাথমিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছে। তারা বলেছে, এর ফলে অসুস্থ্যতা সীমিত পর্যায়ে রাখঅ গিয়েছিল এবং পুরো মহামারিজুড়ে টিটিসি জরুরি পরিষেবা দেওয়ার সুযোগ পেয়েছিল। এই মুহূর্তে বাধ্যতামূলক ভ্যাকসিনেশন নীতি তুলে নেওয়ার কারণ জানায়নি টিটিসি।