মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

৬০০ কেজি মাদক জব্দ টরন্টো পুলিশের

- Advertisement -
টরন্টো পুলিশ ৬০০ কেজির বেশি মাদক জব্দ করেছে

টরন্টো পুলিশ ৬০০ কেজির বেশি মাদক জব্দ করেছে। পুলিশের ইতিহাসে একদিনে এত বিপুল পরিমাণ মাদক জব্দের ঘটনা এটাই প্রথম। ৫ অক্টোবর দুটি স্ট্যাশ হাউজে (যেখানে অস্ত্র লুকিয়ে রাখা হয়) তল্লাশি চালিয়ে এই মাদক জব্দ করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫২০ কেজি ক্রিস্টাল মেথামফেটামিন ও ১৫১ কেজি কোকেইন। এর মূল্য আনুমানিক ৫ কোটি ৮০ লাখ ডলার।

- Advertisement -

সুপারিন্টেন্ডেন্ট মানদিপ মান এক সংবাদ সম্মেলনে বলেন, এই পরিমাণ মাদক যুদ্ধের গুরুত্ব ও আমাদের কমিউনিটির ওপর এর সামাজিক ক্ষতি কতটা তা আমার ধারণারও বাইরে। স্ট্যাশ হাউজ থেকে জব্দ করা এসব মাদকের গন্তব্য ছিল আমাদের নেবারহুডগুলো। মাদকের পাচার বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে সম্ভাব্য ওভারডোজ প্রতিহত করা গেছে। আমরা সবাই জানি যে, ওভারডোজ আমাদের কমিউনিটিগুলোতে মহামারি হয়ে উঠেছে।

তিনি বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। শিগগিরই হয়তো তারা ধরা পড়বে। চার সপ্তাহ তদন্তের পর জব্দ করা এই মাদক টরন্টো পুলিশের ইতিহাসে একদিনে উদ্ধার করা সবচেয়ে বেশি মাদক। এর আগে সবচেয়ে বেশি মাদক জব্দ করা হয়েছিল এপ্রিলে। সে সময় ২৮৬ কেজি কোকেইন ও ক্রিস্টাল মেথামফেটামিন জব্দ করেছিল টরন্টো পুলিশ। ওই সময় জব্দ করা মাদকের মূল্য ছিল প্রায় ২ কোটি ৮০ লাখ ডলার।

মানদিপ মান বলেন, মাদকের এই চালানটি জব্দের মধ্য দিয়ে সংঘবদ্ধ অপরাধীদের মাদক থেকে বিপুল মুনাফা তাদের হাতছাড়া করা সম্ভব হয়েছে। আমাদের কমিউনিটির সুরক্ষা ও কল্যাণে এর একটি ইতিবাচক প্রভাব রয়েছে। এজন্য আমি টরন্টো ড্রাগ স্কোয়াড ও আমাদের এশিয়ান অরগানাইজড ক্রাইম টাস্ক ফোর্সের সদস্যদের আবারও বিশেষ ধন্যবাদ দিতে চাই। আজ আপনারা যা দেখছেন তা তাদের নিরলস পরিশ্রম ও কমিউনিটির সুরক্ষায় তাদের প্রতিশ্রুতির ফলাফল।

তিনি বলেন, পুলিশের বিশ^াস এই মাদক যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে এসেছে এবং এগুলো স্থানীয়ভাবে বিতরণের লক্ষ্য ছিল। এই তিন সন্দেহভাজনের ব্যাপারে লিগ্যাল কাউন্সিলের সঙ্গে টরন্টো পুলিশ যোগাযোগ করেছে এবং তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান সংক্রান্ত অভিযোগ দায়ের করতে চায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.