কানাডার ফেডারেল গ্রিন পার্টির নেতৃত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারীরা বুধবার রাতে বিতর্কে অংশ নেন। সেখানে তারা দলের ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
এলিজাবেথ মে বলেন, ২০১৯ সালে যখন তিনি পদত্যাগ করেন তখন দলকে একটা ভালো জায়গায় রেখে গিয়েছিলেন। সংসদের বাইরের কাউকে দীর্ঘদিন নেতা রাখলে দল প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলতে পারে এবং হারানো সুনাম ফিরিয়ে আনতে তিনি সহায়তা করতে পারেন।
চ্যাড ওয়ালকট বলেন, দলের নতুন নেতা নির্বাচন করা উচিত। সেই সঙ্গে কানাডিয়ানদের কাছে এটা প্রমাণ করা উচিত যে, দল তার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং পেছনে যাবে না।
সারাহ গ্যাব্রিয়েল ব্যারন বলেন, শীর্ষপদে দুই ব্যক্তির ইগোর লড়াই তৃণমূলের কোনো কাজে আসবে না।
কিন্তু বিতর্ককে ঘিরেই দলের টিকে থাকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কারণ, জুমে অনুষ্ঠিত বিতর্ক মাত্র ৫০০ শ্রোতা-দর্শক টানতে সক্ষম হয়। বিতর্কে অংশ নেওয়া ছয় প্রার্থীর প্রত্যেকেই অভ্যন্তরীণ বিরোধ মেটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।