
জরুরি বিভাগের রোগীদের স্বাভাবিকের চেয়ে বেশি সময় পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে সতর্ক করে দিয়েছে উইলিয়াম ওসলার হেলথ সিস্টেম। কারণ, তাদের দুটি হাসপাতাল রোগীদের অত্যধিক চাপের মধ্যে রয়েছে। উইলিয়াম ওসলার হেলথ সিস্টেমের হাসপাতালগুলো হলো ব্র্যাম্পটন সিভিক হসপিটাল, ইটোবিকোক জেনারেল হসপিটাল এবং পিল মেমোরিয়াল হসপিটাল।
ওসলার এক টুইটে জানিয়েছে, তাদের জরুরি বিভাগে লক্ষ্যণীয়ভাবে বেশি রোগী আসছে এবং স্বাভাবিকের চেয়ে বেশি সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে।
সিপিনিউজ২৪কে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, ২০২২ সালের ১৫ অক্টোবর পর্যন্ত ব্র্যাম্পটন সিভি এবং ইটোবিকোক জেনারেল হসপিটালে রোগীদের বিপুল চাপ ছিল। ধৈর্য্য ধরার জন্য রোগীদের আমরা ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অপেক্ষমাণ সময় সম্পর্কে জানতে রোগীদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টের ওয়েট টাইম ওয়েবপেইজে খোঁজ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
শনিবার এ হাসপাতালে অপেক্ষমাণ সময় ছিল প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট এবং সেদিন ৪৯ জন রোগীকের অপেক্ষা করতে দেখা যায়। ওসলারের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে এবং এর জরুরি সেন্টার ও ভার্চুয়াল জরুরি সেন্টার নিয়মিত সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।
টরন্টোর সিককিডস হসপিটালেও স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। গত সপ্তাহে হাসপাতালে রোগীর চাপ ধারণক্ষমতাকে ছাপিয়ে যায়। হাসপাতালের একজন মুখপাত্র বলেন, আইসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগে জনবল সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে হাসপাতালটিকে।
সিককিডস হসপিটালের ইমার্জেন্সি মেডিসিন বিভাগের প্রধান সিপি২৪কে বলেন, ভাইরাস সিজন ও প্রদেশজুড়ে প্রাথমিক সেবাদাতার সংকটের কারণে বিপুল সংখ্যক রোগী আসছে হাসপাতালে।