
ব্র্যান্ডের বাইরে সব ধরনের মুদিপণ্যের দাম আগামী বছর পর্যন্ত বেঁধে দিয়েছে কানাডার সবচেয়ে বড় গ্রোসার লবলজ কোম্পানিজ লিমিটেড। দুই অংকের মূল্যস্ফীতির কারণে মুদিপণ্যের খরচ বাড়তে থাকায় এ উদ্যোগ নিয়েছে তারা।
লব বলেছে, জনপ্রিয় কিছু পণ্যের দাম ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আমরা বেঁধে দিয়েছি। এসব পণ্যের মধ্যে আছে ১৫ হাজারের বেশি মুদিপণ্য। ভোক্তাদের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে লবল চেয়ারম্যান ও প্রেসিডেন্ট গ্যালেন জি. ওয়েস্টন বলেন, এ বছর এক ঝুড়ি মুদিপণ্যের দাম গড়ে ১০ শতাংশ বেড়েছে। আপেল, সুপ ও চিপসের দাম বেড়েছে আরও বেশি। সরবরাহকারী বেশি দামে লবলকে সরবরাহ করায় এক্ষেত্রে কোম্পানির কোনো হাত নেই। লবল অন্যায্য দাম বৃদ্ধি থেকে সরে আসায় যেটুকু দতাম বেড়েছে তা যৌক্তিক এবং এর বেশিরভাগের জন্য দায়ী সরবরাহকারীদের খরচ বৃদ্ধি।
এ কারণেই লবল সাধ্যের মধ্যে দাম নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্র্যান্ডের বাইরের পণ্যের দাম বেঁধে দিচ্ছে। মুদি দোকানে যারা নিয়মিত যান তারা সবাই জানেন গত এক বছরে খাদপণ্যের দাম কত দ্রুত বেড়েছে।
পাইভেট লেবেল ব্র্যান্ডের দামের ক্ষেত্রে অন্যান্য দেশও একই ঘোষণা দিয়েছে। ফ্রান্সের সুপারমার্কেট চেইন কারেফোর গত আগস্টে ৩০ নভেম্বর পর্যন্ত শতাধিক হাউজ ব্র্যান্ড পণের দাম বেঁধে দেওয়ার ঘোষণা দেয়। গত জুনে মার্কিন কোম্পানি লিডল গ্রীষ্মে মূল্যহ্রাসের ঘোষণা দেয়। ভোক্তাদের ওপর থেকে মূল্যস্ফীতির বোঝা কমাতেই এ ঘোষণা দেয় তারা। ইস্ট কোস্ট স্টেটগুলোতে আগস্ট পর্যন্ত শতাধিক পণ্যের মূল্য হ্রাসের ঘোষণা দেয় কোম্পানিটি।