বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
4.8 C
Toronto

Latest Posts

কার্বন মনোক্সাইড ঝুঁকির বিষয়ে সতর্কতা

- Advertisement -
ফাইল ছবি

কার্বন মনোক্সাইড ঝুঁকির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এক অগ্নি পরিদর্শক। টানা ১৭ দিন বিদ্যুতের অভাবে ঘর গরম রাখতে লোকজন জেনারেটর ব্যবহার করায় এই সতর্কতা দিয়েছেন তিনি।

শার্লটটাউন অগ্নি পরিদর্শক উইনস্টন ব্রায়ান বলেছেন, ২৪ সেপ্টেম্বর ঘূর্ণিঝড় ফিয়োনা আঘাত হানার পর থেকে তার দল বাসিন্দাদের কাছ থেকে ২৮৪টি ফোন পেয়ে তাদেরকে সহায়তা করেছে। ঘূর্ণিঝড়ে আইল্যান্ডজুড়ে বিপুল সংখ্যক গাছ উপড়ে যায় ও বিদ্যুতের তার ক্ষতিগ্রস্ত হয়।

- Advertisement -

এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাসিন্দাদের কাছ থেকে যেসব ফোন পেয়েছি তার ২৫ শতাংশ কার্বন মনোঅক্সাইড অ্যালার্ম সংক্রান্ত। এগুলোর বেশিরভাগই যথাযথভাবে জেনারেটর ব্যবহার না করার কারণে। সাধারণত মোট ফোনকলের ৫ শতাংশেরও কম কার্বন মনোক্সাইড সংক্রান্ত হয়ে থাকে।

বাসিন্দাদেরকে তিনি বাড়ির বাইরে জানালা থেকে কমপক্ষে পাঁচ ফুট দূরে জেনারেটর স্থাপনের পরামর্শ দিয়েছেন।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.