
পিয়েরে পয়লিয়েভর কনজার্ভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর দলের জনপ্রিয়তায় বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল। তবে জাস্টিন ট্রুুডোর লিবারেল পার্টির সমর্থন কিছুটা বেড়েছে। তারপরও কনজারভেটিভরা সামান্য এগিয়ে আছে। লেজার পরিচালিত এক অনলাইন সমীক্ষায় এমনটা জানা গেছে। ৭ থেকে ০ অক্টোবর ১ হাজার ৫৩৪ জন কানাডিয়ানের ওপর সমীক্ষাটি চালায় লেজার।
এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে কোন ফেডারেল দলটিকে ভোট দেবেন? এই প্রশ্ন রাখা হয়েছিল সমীক্ষায় অংশগ্রহণকারীদের কাছে। জবাবে ৩৩ শতাংশ কানাডিয়ান কনজার্ভেটিভ পার্টিকে বেছে নেওয়ার কথা জানান। আর লিবারেল পার্টিকে ভোট দেবেন বলে জানান ৩ শতাংশ কানাডিয়ান। ২ শতাংশ নিউ ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
জনপ্রিয়তায় কনজারভেটিভরা এগিয়ে থাকলেও মনস্থির করা ভোটারদের মধ্যে তাদের সমর্থন ১ শতাংশীয় পয়েন্ট হ্রাস পেয়েছে। অন্যদিকে লিবারেলদের প্রতি সমর্থন ৩ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।
অন্টারিওতে ৩৬ শতাংশ ভোটার ট্রুডোর প্রতি তাদের সমর্থনের কথা জানালেও পয়লিয়েভরের প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেছেন ৩২ শতাংশ। এই ব্যবধানটা সবচেয়ে বেশি কুইবেকে। প্রদেশটিতে ২৯ শতাংশ ভোটার লিবারেল পার্টির প্রতি সমর্থন জানালেও টোরিদের প্রতি সমর্থন জানিয়েছেন ২২ শতাংশ।