শনিবার, এপ্রিল ২০, ২০২৪
5.1 C
Toronto

Latest Posts

এনআরবি শুভ সকালের আগামী পর্বে থাকছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

- Advertisement -
আলোচনায় অংশগ্রহণ করেছেন সুমাইয়া মুয়াজ্জেম

আগামী ৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় এনআরবি টিভির পর্দায় প্রচারিত হবে ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে শুভ সকালের আরেকটি পর্ব। বিনোদনের পাশাপাশি নানা ধরনের প্রয়োজনীয় তথ্যের উপস্থাপনে এনআরবি শুভ সকাল বরাবর যত্নশীল। এর আলোকে ১৪ তম পর্বের এই আয়োজনটিতে ছুটির দিনের আড্ডা পর্বে আলোচনা করা হয়েছে বাইভ্যালেন্ট ভ্যাকসিন নিয়ে। আলোচনায় অংশগ্রহণ করেছেন সুমাইয়া মুয়াজ্জেম, যিনি রেস্পিটরি থেরাপিস্ট হিসাবে টরন্টো জেনেরাল হসপিটালে কর্মরত আছেন।

গত মে মাসের পরে আবারো হসপিটালে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুও হানা দিচ্ছে। আইসিইউতে করোনায় আক্রান্ত রুগীও আসছে। সম্প্রতি অক্টোবর থেকে কানাডাতে বাইভ্যালেন্ট ভ্যাকসিন নেবার জন্য সবাইকে বলা হচ্ছে। আমরা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগছি কারণ বাইভ্যালেন্ট ভ্যাকসিন সম্পর্কে প্রয়োজনীয় তথ্য আমাদের অনেকেরই জানা নেই। উল্লেখ্য, আমরা করোনা ভাইরাস রোধে এখন পর্যন্ত যে কয়টি ভ্যাকসিন পেয়েছি সেগুলো ছিল মনোভ্যালেন্ট ভ্যাকসিন। এই পর্বে আমরা আলোচনা করেছি করোনা ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বাইভ্যালেন্ট ভ্যাকসিন কতটা জরুরি।

- Advertisement -

শুভ সকালের অন্যান্য নিয়মিত পর্ব বাণী চিরন্তনী, ভোরের পংক্তিমালা, ছুটির দিনের গান এবং ছুটির ফাঁদেতেও আছে বরাবরের মতো কিছুটা ভিন্নতা।

উল্লেখ্য ব্যারিস্টার রিজুয়ান রহমান-এর সৌজন্যে ‘এনআরবি শুভ সকাল’ ছুটির দিনের একটি বিনোদনধর্মী ও তথ্যমূলক আয়োজন। অনুষ্ঠানটি এনআরবি টিভির পর্দায় প্রতি শনিবার সকাল ১১টায় প্রচারিত হয়। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় থাকবেন এনআরবি টিভির নিয়মিত উপস্থাপিকা, জনপ্রিয় মুখ অজন্তা চৌধুরী।

 

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.