
অটোয়ার ফ্রিডম কনভয় বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট একটি গ্রুপকে ডাউনটাউনের পূর্বে সাবেক একটি চার্চ থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্টারিও সুপেরিয়র কোর্টের বিচারক স্যালি গোমারি তার রায়ে বলেন, সম্পত্তিটির মালিকের সঙ্গে ক্রয় ও বিক্রয় চুক্তি ভঙ্গ করেছে দ্য ইউনাইটেড পিপল অব কানাডা। দুই দফা মেয়াদ বৃদ্ধির পরও গ্রুপটি ১০ আগস্ট ১ লাখ ডলার জমা দিতে ব্যর্থ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে মালিক গ্রুপটিকে ১১ আগস্ট চুক্তির বাতিলের বৈধ নোটিশ দিয়েছে।
যদিও গ্রুপটির দাবি মালিকের সঙ্গে কোনো চুক্তি তারা ভঙ্গ করেনি এবং সদস্যদের ভবনটিতে অবস্থানের অনুমতি দিতে আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে।
এ নিয়ে বিবাদের সূত্রপাত গত গ্রীষ্মে। ইে সময় গ্রুপের সদস্যরা লাল টুপি পরে জল কামান নিয়ে ভবনটি রক্ষায় নেমে পড়ে।