
অন্টারিও সরকার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে প্রদেশটি হ্যামিলটন, ওন্টে একটি নতুন গো ট্রেন স্টেশনের নির্মাণকাজ শুরু করছে। প্রকল্পটির জন্য ৫০ মিলিয়ন ডলার খরচ হবে এবং তিন বছর সময় নিয়ে ২০২৫ নাগাদ প্রকল্পটি শেষ করার আশা ব্যক্ত করেছে।
কনফেডারেশন জিও স্টেশন বর্তমানে ৩৯৭ সেন্টেনিয়াল পার্কওয়েতে অবস্থিত একটি বাস স্টপ। নতুন স্টেশনটি গ্রেটার টরন্টো এবং হ্যামিল্টন এরিয়ার মধ্যে আরও “একটি সমন্বিত ট্রানজিট নেটওয়ার্ক” সমর্থন করার জন্য বানানো হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়।
এটি সর্বশেষ টরন্টো এবং নায়াগ্রা জলপ্রপাতের জন্য গো রেল পরিষেবার সুযোগ বৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও আরো জানা যায়।