বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
8.8 C
Toronto

Latest Posts

টরন্টো থেকে নায়াগ্রা মাত্র ৩০ মিনিটে

- Advertisement -
ছবি/ইডি বুগাজেস্কি

বাসিন্দারা শিগগিরই মাত্র ৩০ মিনিটে ডাউনটাউন টরন্টো থেকে অন্টারিওর সেন্ট ক্যাথেরিন্সে যেতে পারবেন। নতুন র‌্যাপিড ট্রানজিট হোভারক্র্যাফটের মাধ্যমে যেতে পারবেন তারা।

অন্টারিও হোভারলিংক লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অনুমোদিত হলে ২০২৩ সালের গ্রীষ্মে এটি চালু হবে। ভেসেলটি টরন্টোর ওয়াটারফ্রন্টের অন্টারিও প্লেস থেকে এটি যাত্রা করে মাত্র ৩০ মিনিটে সেন্ট ক্যাথেরিন্সের পোর্ট ওয়েলারে পৌঁছাবে। এই দূরত্ব অতিক্রমে সাধারণত ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগে। এর ফলে টরন্টো ও নায়াগ্রা অঞ্চল খুব কাছাকাছি চলে আসবে।
অন্টারিও হোভারলিংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস মরগান বলেন, মাত্র ৩০ মিনিটে পর্যটক ও যাত্রীদের পরিবহন সুবিধা পৌঁছে দিতে আমরা আগ্রহ ভরে অপেক্ষা করে আছি।

- Advertisement -

গ্রিফন বিএইচটি-১৩০ ও বিএইচটি-১৫০ নামে আধুনিক হোভারক্রাফটের মাধ্যমে দৈনিক ৪৮টি লেক পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে কোম্পানির। প্রত্যেক যাত্রায় ভ্রমণ করতে পারবেন ১৮০ জন পর্যন্ত। হোভারক্রাফটে অন্য কোনো যানবাহন নেওয়া যাবে না।
কোম্পানিটি বলেছে, উত্তর আমেরিকায় প্রথমবারের মতো চালু হতে যাওয়া ভেসেলগুলো আবহাওয়া নিরোধক এবং জল, স্থল ও তুষারের ওপর দিয়ে চলতে সক্ষম। এতে আউটডোরে বসার কোনো ব্যবস্থা নেই।

মহাব্যবস্থাপক ও টরন্টো আরগোনটসের সাবেক খেলোয়াড় মাইকেল পিনবল ক্লেমনস অন্টারিও হোভারক্রাফট লিমিটেডের পরিচালক হিসেবে প্রকল্পটি স্বাক্ষর করেন। তিনি বলেন, হোভারলিংকের হোভারক্রাফট মাত্র ৩০ মিনিটে পরিবারগুলোকে ক্রিড়া অনুষ্ঠান, থিয়েটার, কনসার্ট এবং অন্যতম প্রাকৃতিক অত্যাশ্চর্যকে উপভোগের সুযোগ করে দেবে।

সারা বছরই সেবাটি পাওয়া যাবে। ২০২৩ সালে চালু হওয়ার আগে আগে মূল্য সম্পর্কিত তথ্য জানিয়ে দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত হোভারলিংক অন্টারিওর সেন্ট ক্যাথেরিন্সের ৭৩২ নায়াগ্রা স্ট্রিটের গ্রান্থাম লায়ন্স ক্লাবে এ ব্যাপারে জনগণের পরামর্শ নেবে।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.