
আয়ার সেন্টিনিয়ালসের ক্যাপ্টেন ২০ বছর বয়সী এলি পলফেইম্যানের অন্ত্যেষ্টিক্রিয়ায় ১৫ হাজার ডলার তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল গোফান্ডমি। এর বিপরীতে ২৯০ জনের কাছ থেকে সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৩৬০ ডলার। জুনিয়র হকি খেলার সময় ড্রেসিং রুমে মারা যান এলি।
অন্টারিওর ব্র্যান্টফোর্ডের এমিলো ম্যাকডো গোফান্ডমি পেজের মাধ্যমে তহবিল সংগ্রহের ব্যবস্থা করেন। পেজের পক্ষ থেকে বলা হয়েছে, ২০ বছর বয়সী সন্তানের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কোনো পরিবারই প্রস্তুত থাকে না।
গোফান্ডমি পেজে এলিকে বর্ণনা করা হয়েছে বিস্ময়কর হাসির তরুণ হিসেবে। বলা হয়েছে, এলি ছিল ট্যামি ও ব্রেটের নীল চোখের সুদর্শন ছেলে, এলার ভাই। এলির সঙ্গে যারই সাক্ষাৎ হয়েছে তারই তাকে নিয়ে বলার মতো গল্প রয়েছে। এলি ছিলেন আত্মবিশ^াসী তরুণ এবং মুখে ছিল সেই হাসি, যা এলিকে কখনও ভুলতে দেবে না। পলফ্রেইম্যান মারা গেছে সেই খেলা খেলতে খেলতে, যা সে ভালোবাসতো। এলি হকির জন্য তার জীবন উৎসর্গ করেছে। সে ছিল ব্যতিক্রমী হকি খেলোয়াড়। সে ছিল তার সহ-খেলোয়াড়দের নেতা। তার নিষ্ঠা ও ত্যাগ তাকে যুক্তরাষ্ট্রসহ সারাবিশে^ ভ্রমণের সুযোগ করে দিয়েছে।
সাহায্যের আহ্বান জানিয়ে থমাস চারবোনো পেজে লিখেছেন, পরিবার, টিম ও হকি কমিউনিটির প্রতি ভালোবাসা। সুন্দর হৃদয়ের একজন মহান খেলোয়াড়। এ ধরনের খবর দেখাটা হৃদয় ভেঙে যাওয়ার মতো।
জেসে হাসিনসন লিখেছেন, এই কঠিন সময়ে তার পরিবারের প্রতি সমবেদনা। সে ছিল দারুণ রসবোধের একজন অসাধারণ মানুষ। অন্যকে কীভাবে হাসানো যায় তা সে সবসময়ই জানতো। এত মানুষের জীবনে সে প্রভাব ফেলেছে যে, তাকে ভোলা কঠিন।
নর্থ ডামফ্রিস কমিউনিটি সেন্টার হকি এরিনাতে আয়ার মিউচুয়াল গ্লোবাল ইনভাইটেশনাল টুর্নামেন্ট চলাকালে প্রথমার্ধে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। তাঁকে সারিয়ে তোলার সব রকম চেষ্টা হলেও তা কাজে আসেনি।