বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
3 C
Toronto

Latest Posts

কানাডিয়ান মুদ্রা থেকে রানীর মুখ মুছে যেতে পারে

- Advertisement -
ছবি/ট্রেসি প্যানিশ

কানাডিয়ানরা তাদের মুদ্রায় রানী দ্বিতীয় এলিজাবেথের মুখচ্ছবি দেখে অভ্যস্ত। তবে সবচেয়ে দীর্ঘ সময় ব্রিটিশ সিংহাসনে থাকা ও কানাডার রাষ্ট্রপ্রধান রানীর মৃত্যুর পর কানাডিয়ান মুদ্রা থেকে তাঁর ছবি মুছে যেতে পারে।

যদিও কাগুজে মুদ্রা প্রস্তুতকারী ব্যাংক অব কানাডা বলেছে, এখনই এ পরিবর্তন আসছে না।

- Advertisement -

কেন্দ্রীয় ব্যাংক বলছে, রানীর মুখচ্ছবিযুক্ত ২০ ডলারের ব্যাংক নোট আগামী কয়েক বছর ব্যবহার করার ইচ্ছা আছে। সিংহাসনে পরিবর্তন এলেও নির্ধারিত কোনো সময়ের মধ্যে পরিবর্তন আনার সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। নতুন ব্যাংকনোটের ছবির অনুমোদন দিয়ে থাকেন অর্থমন্ত্রী।

রাজা তৃতীয় চার্লসের ছবি কানাডিয়ান ব্যাংকনোটে কানাডিয়ানরা দেখতে পারবেন কিনা জানেন না বলে মন্তব্য করেন একজন পর্যবেক্ষক। ইউনিভার্সিটি অব টরন্টোর ইতিহাসের অধ্যাপক ডিমিত্রি আনাস্তাকিস বলেন, পরিবর্তন করতে হলেও আমার সেটা জানা নেই। কারণ, আমাদের কেবল ২০ ডলারের নোটে রানীর মুখচ্ছবি আছে এবং কানাডিয়ানরা এতে পরিবর্তন চাইলেও চাইতে পারেন। কোনো পরিবর্তনের আগে সরকার সম্ভবত ২০ ডলারের নোটে রানীর ছবি কিছুদিনের জন্য রেখে দেবে।

কানাডার কয়েন উৎপাদন ও বিতরণের দায়িত্বে রয়েছে রয়্যাল কানাডিয়ান মিন্ট। তারা বলেছে, মুদ্রার ডিজাইন কী হবে সরকারের হাতে সে ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে। কয়েনে পরিবর্তনের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত ও সময়সীমা তারা মেনে চলবে।

মিন্টের মুখপাত্র আলেক্স রিভস বলেন, বর্তমানে যেসব কয়েন প্রচলিত রয়েছে নতুন রাজা সিংহাসনে আরোহনের পরও তার আইনী অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

রানী এলিজাবেথ দ্বিতীয়র বাবা রাজা ষোড়শ জর্জ মারা যাওয়ার পর কয়েক দশক পর্যন্ত তাঁর মুখচ্ছবিসম্বলিত কয়েন চালু ছিল। তবে নোটের চেয়ে কয়েনে দ্রুত পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অ্যানাস্তাকিস। তিনি বলেন, আগামী এক বা দুই বছরের মধ্যে আমাদের কয়েনে রাজার মুখচ্ছবি হয়তো আমরা দেখতে পাবো। এটাই আমাদের পরিকল্পনা। কয়েনের জন্য মিন্ট এরইমধ্যে রাজার ছবি নিয়েছে কিনা আমার জানা নেই।

রাজার মুখ একইদিকে থাকবে না, যেটা রানীর ছিল। রানীর মুখ ডানদিকে ঘোরানো ছিল। প্রত্যেক রাজতন্ত্রেই ক্ষেত্রেই একজনের মুখচ্ছবি একদিকে থাকলে পরবর্তীজনের মুখ তার বিপরীতে দিকে থাকে। বর্তমান রাজা/রানীর মুখচ্ছবি কানায়িান মুদ্রায় রাখা রীতি হলেও এর আইনী কোনো বাধ্যবাধকতা নেই। ১৯৩৫ সালে শৈশবেই রানীর মুখচ্ছবি ব্যাংক অব কানাডার প্রথম সিরিজের ব্যাংক নোটে স্থান পায়।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.