মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
14.3 C
Toronto

Latest Posts

বাড়ি মেরামতের নামে বয়স্কদের প্রতারণা

- Advertisement -
ছবি/হল্টন রিজিওনাল পুলিশ

বাড়ি মেরামতের নামে প্রতারণাকারী দুই ব্যক্তি হল্টন রিজিয়ন ও তার বাইরে বয়স্ক নাগরিকদের লক্ষ্যে পরিণত করছে বলে পুলিশের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে। হল্টন রিজিয়ন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এই জালিয়াতি বাড়ি বাড়ি গিয়ে সেবা বিক্রয়কারী ঠিকাদার সংক্রান্ত। সন্দেহভাজন সেবা মূল্য বাজার দরের চেয়ে কম প্রস্তাব করে এবং একবার চুক্তি হয়ে গেলে বড় অংকের নগদ অর্থ চায়।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে পুলিশ বলছে, প্রাথমিক কাজ শুরু হয়। যদিও তা কাক্সিক্ষত মানের হয় না অথবা অসম্পূর্ণ থাকে। ওই পর্যায়ে গ্রাহকের কাছে সরঞ্জাম বাবদ আরও অর্থ দাবি করা হয় অথবা প্রকল্পের পুরো অর্থ পরিশোধ করতে বলা হয়। বাড়তি অথবা চূড়ান্ত পাওনা পরিশোধ হওয়ার পর ঠিকাদারের আর দেখা পাওয়া যায় না। ফোনকল ও টেক্সট মেসেজ পাঠালেও তার উত্তর আসে না।
এ ধরনের দুটি অভিযোগ পেয়েছে পুলিশ। তবে তাদের ধারণা, হল্টন ও এ অঞ্চলের বাইরে আরও অনেকে এ ধরনের প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন।

- Advertisement -

সন্দেহভাজন ওই দুই প্রতারক শে^তাঙ্গ এবং তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। সুঠাম গঠনের আইরিশ বা স্কটিশ বংশোদ্ভুত ওই দুই ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চিন মতো। একজনের চুলের রং ঘন কালো এবং অন্যজনের হালকা বাদামি এবং গোঁফ আছে। কারও কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে রিজিয়নাল ফ্রড ইউনিটে ৯০৫-৪৬৫-৮৭৪১ নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.