বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
7.8 C
Toronto

Latest Posts

মহামারিতে সাইক্লিংয়ের কারণে হাসপাতালে ভর্তি বৃদ্ধি

- Advertisement -
মহামারির প্রথম বছরে সাইক্লিংয়ের কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিশেষ করে বৃদ্ধি পেয়েছে

মহামারির প্রথম বছরে সাইক্লিংয়ের কারণে আহত হয়ে হাসপাতালে ভর্তি বিশেষ করে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অন্টারিওতে বাইক-সংক্রান্ত আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ৪২ শতাংশ বেড়েছে।

কানাডিয়ান ইনস্টিটিউট ফর হেলথ ইনফরমেশন (সিআইএইচআই) ২০২০ সালের ১ এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত হাসপাতালে ভর্তি ও জরুরি বিভাগে আসার জাতীয় তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, সব ধরনের আঘাত নিয়ে হাসাপাতালে ভর্তি ১৫ হাজার কমে ২ লাখ ৫৬ হাজারে নেমে এসেছে। তবে সাইকেল চালানোর কারণে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ২৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৫৫টিতে দাঁড়িয়েছে।

- Advertisement -

হাসপাতালে ভর্তির হার সবচেয়ে বেশি বেড়েছে অন্টারিওতে। প্রদেশটিতে সাইকেল চালানোর কারণে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭৯টি। সমগ্র কানাডায় এ ধরনের ঘটনার যা প্রায় ৩০ শতাংশ। সাইকেলের কারণে আঘাত নিয়ে জরুরি বিভাগের সেবা নেওয়ার সংখ্যাও এক বছর আগের তুলনায় এক-তৃতীয়াংশ বেড়ে ২৯ হাজারে উন্নীত হয়েছে।

সিএইচআইয়ের হিসাবে, জাতীয়ভাবে সাইকেলর চালানোর কারণে আঘাত নিয়ে জরুরি বিভাগের সেবা গ্রহণ ৩৬ শতাংশ বেড়ে ৪৩ হাজার ৭০০তে উন্নীত হয়েছে। আর বাইকিংয়ের কারণে মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ৫৬৩টি থেকে বেড়ে হয়েছে ৭৭৬টিতে।

কোভিড-১৯ মহামারির প্রথম বসন্ত ও গ্রীষ্মে কানাডাজুড়ে সাইকেলের দোকানগুলোতে সাইকেলের বিক্রি ব্যাপক হারে বেড়ে যায়। জনস্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধের কারণে বড় জমায়েত ও আউটডোর কর্মকা- নিরুৎসাহিত করার ফলে সাইকেল বিক্রিতে এই উল্লম্ফন।

তবে সব ধরনের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি এক বছর আগের ৮৬ হাজার ৮৬২টি থেকে কমে ৮২ হাজার ৮৬৭টিতে নেমে এসেছে।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.