বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
7.3 C
Toronto

Latest Posts

পোপ ফ্রান্সিসের দু:খ প্রকাশ

- Advertisement -
ফ্রান্সিস বিশেষভাবে তৎকালীন সরকার কর্তৃক প্রচারিত জোরপূর্বক আত্তীকরণ এবং সাংস্কৃতিক দিক দিয়ে তাদের ধ্বংস করে দেবার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন

পোপ ফ্রান্সিস আদিবাসীদের সাংস্কৃতিকভাবে ধ্বংস করার জন্য এবং জোরপূর্বক আত্তীকরণে রোমান ক্যাথলিক চার্চের ভূমিকায় দুঃখ প্রকাশ করেছেন। এডমন্টের দক্ষিণে মাস্কওয়াসিসের প্রাক্তন এর্মিনেস্কিন ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শনে ফ্রান্সিস ক্ষমা প্রার্থনা করায় প্রবীণরা এবং বেঁচে থাকা ব্যক্তিরা সেখানে কান্নায় ভেঙে পড়েন। পাউয়োও গ্রাউন্ডে ফ্রান্সিসের কথাগুলো অনুবাদ করে দেবার জন্য একজন অনুবাদক উপস্থিত ছিলেন।

তিনি তার দুঃখ, ক্ষোভ এবং লজ্জা প্রকাশ করার সাথে সাথে হাজার হাজার মানুষ করতালির মাধ্যমে তাকে ভাসিয়ে তোলেন। অন্যরা তাদের চোখ বন্ধ করে চুপচাপ বসেছিল কারণ পোপ চার্চের ক্রিয়াকলাপকে “যীশু খ্রিস্টের সুসমাচারের সাথে অসঙ্গতিপূর্ণ একটি বিপর্যয়কর ত্রুটি” বলে অভিহিত করেছেন।
ফ্রান্সিস বিশেষভাবে তৎকালীন সরকার কর্তৃক প্রচারিত জোরপূর্বক আত্তীকরণ এবং সাংস্কৃতিক দিক দিয়ে তাদের ধ্বংস করে দেবার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। ফ্রান্সিস তার মাতৃভাষা স্প্যানিশে কথা বলছিলেন এবং একজন সেগুলো ইংরেজিতে অনুবাদ করছিলেন। এছাড়া অনেক আদিবাসী ভাষাতেও সেগুলো অনুবাদ করা হচ্ছিলো।

- Advertisement -

ক্ষমা প্রার্থনার পর ফ্রান্সিস সাসকাচোয়ানের ওকানিজ ফার্স্ট নেশনের অবসরপ্রাপ্ত প্রধান মেরি-অ্যান ডে ওয়াকার-পেলেটিয়ারকে একজোড়া মোকাসিন উপহার দেন। তিনি এই বছরের শুরুর দিকে রোমে একটি আদিবাসী প্রতিনিধি দলের সফরের সময় পোপ ফ্রান্সিসকে শিশুদের মোকাসিন উপহার দিয়েছিলেন। চিফ উইল্টন লিটলচাইল্ড ফ্রান্সিসকে একটি হেডড্রেস দিয়েছিলেন। লিটলচাইল্ড বলেছিলেন যে তিনি আশা করেন পোপের সফর ন্যায়বিচার, নিরাময়, পুনর্মিলন এবং আশার পথকে আরও এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং গভর্নর জেনারেল মেরি সাইমনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক ও আদিবাসী নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফ্রান্সিস পরের সোমবার এডমন্টনের চার্চ অফ স্যাক্রেড হার্টে আদিবাসী এবং প্যারিশ সদস্যদের সাথে কথা বলার জন্য সময় নির্ধারণ করেছিলেন। অ্যান, কিউবেক সিটি এবং ইকালুইট ভ্রমণের আগে চলতি সপ্তাহের শেষের দিকে পোপ শহরের ফুটবল স্টেডিয়ামে একটি বৃহৎ বহিরঙ্গন সমাবেশের আয়োজন করবেন এবং কাছাকাছি ল্যাক স্টেতে একটি তীর্থযাত্রায় অংশ নেবেন।

 

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.