
ওন্টারিও এই সপ্তাহে প্রথম মহিলা রোগীকে ছেড়ে দেবার পর মাঙ্কিপক্স ছড়ানোর গতি হ্রাস পেয়েছে বলে জানিয়েছে। ওন্টারিওর গণস্বাস্থ্য জানিয়েছে যে, ১১ জুলাই পর্যন্ত ১৩৩ থেকে এখন ১৫৬টি কেস রয়েছে এবং জুলাই এর ৬ তারিখে ১০১ জন ছিল।
প্রথম মহিলা রোগীর খোঁজ পাওয়া যায় তিনদিন আগে একটি ডায়াগনোস্টিক টেস্টের সময়। এছাড়া তার সম্বন্ধে আর কোনো তথ্য পাওয়া যায় নি। এছাড়াও প্রদেশে আরো আটটি কেস নজরদারীতে রয়েছে। ১৫৬টি কেসের মধ্যে টরোন্টোতে ১২৪টি কেস রয়েছে বলে ওন্টারিওর গণস্বাস্থ্য জানিয়েছে। অটোওয়াতে ১১টি, মিডল-সেক্স লন্ডনে ৪টি এবং হ্যাল্টন অঞ্চলে তিনটি কেস পাওয়া গিয়েছে।
জুনের শেষে যখন প্রতিদিন ৯জন করে রোগীর দেখা পাওয়া যাচ্ছিলো, তারপরই গণস্বাস্থ্য ইউনিট নিশ্চিত কেসের সংখ্যা কমে আসছে বলে জানায়। তারা সিপি২৪-কে জানায় যে, বুধবারে ৭৭৫ জন মাঙ্কিপক্স ইনফেকশন টেস্ট করায়, যেখানে পজিটিভ রেট ২০.১%।
‘রিং স্ট্র্যাটেজী’র মাধ্যমে স্মলপক্সের ভ্যাকসিন দেবার সাথে সাথেই রোগী কমে আসা শুরু করে। গত দুই মাসে, হাসপাতালে ৯ জন রোগী ভর্তি হন এবং একজনকে আইসিইউতে দেয়া হয়।
যেখানে প্রত্যেকেরই মাঙ্কিপক্সে আক্রান্ত হবার সম্ভাবনা বেশি, কিন্তু সাম্প্রতিক ইউরোপ এবং উত্তর আমেরিকায় গে, বাইসেক্সুয়ালদের ভেতর এই রোগের ছড়াছড়ি বেশি দেখা গিয়েছে। ২০-৬৯ বছর বয়সীরাই ওন্টারিওতে মাঙ্কিপক্সে আক্রান্ত হচ্ছেন বেশি।
মাঙ্কিপক্স সাধারণত মানুষের নিঃশ্বাস, কাঁশি, হাঁচি এবং যারা আক্রান্ত ব্যক্তির সাথে খুব কাছাকাছি ঘেঁষে কথাবার্তা বলে তাদের মাধ্যমে ছড়ায়। এছাড়াও এটি মানুষের সাথে শারীরিক সংস্পর্শে যেমন- চুলকানি অথবা আক্রান্ত ব্যক্তির জামা-কাপড়, বিছানার চাদর কেউ ব্যবহার করলে আক্রান্ত হবার ঝুঁকি থেকে যায়। আক্রান্ত হবার ৫-২১ দিনের ভিতর উক্ত রোগের লক্ষণ প্রকাশ পায়।
ফেডারেল গাইডলাইনে উদ্ধৃত আছে যে আক্রান্ত হওয়ার চারদিনের ভিতর যদি স্মলপক্সের ভ্যাকসিন দেয়া হয়, তবে সেটা ভালো কাজ করে। তাছাড়াও আক্রান্ত হওয়ার পর চৌদ্দদিনের ভেতরেও যদি কেউ সেই ভ্যাকসিন দেয় তবেও সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা আছে। তাই টরন্টো ঝুঁকিপূর্ণদেরকে ইমভ্যামিউন স্মলপক্স ভ্যাকসিন প্রদান করছে। এছ্ড়াও টিপক্স নামে আরেকটি ভ্যাকসিনও যথেষ্ট কার্যকর বলে ভাবা হচ্ছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে যে, সংস্থাটি ৫৯টি দেশে তিনটি মৃত্যুসহ ৬০২৭টি কনফার্ম কেস দেখেছে। কানাডার গণস্বাস্থ্য এজেন্সী বলেছে, এটি কানাডাজুড়ে ৪৭৭টি কেস সম্পর্কে নজরদারী করছে, যার মধ্যে সর্বোচ্চ ওন্টারিও এবং কিউবেকে।