বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
5.9 C
Toronto

Latest Posts

মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ

- Advertisement -
ব্যাংক অব কানাডা

গ্যাসের উচ্চ মূল্য মে মাসের মূল্যস্ফীতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চে নিয়ে গেছে। জীবনযাত্রার এই উচ্চ ব্যয় পারিবারিক বাজেট ছোট করে আনছে এবং আগামী মাসেই ব্যাংক অব কানাডা সুদের হার বাড়াবে বলে ধারণা তৈরি হয়েছে।

স্ট্যাটিস্টিকস কানাডার তথ্য অনুযায়ী, মে মাসে ভোক্তা মূল্য সূচক গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ১৯৮৩ সালের জানুয়ারির পর এটা সবচেয়ে দ্রুত বৃদ্ধি। ওই সময় ভোক্তা মূল্য সূচক বেড়েছিল ৮ দশমিক ২ শতাংশ। গত এপ্রিলে ভোক্তা মূল্য সূচক বেড়েছিল ৬ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

টিডি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক লেসলি প্রেস্টন বলেন, কানাডার একটি প্রজন্ম প্রথমবারের মতো উচ্চ মূল্যস্ফীতির অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। আপনার বয়স যদি ৪০ বছরের বেশি না হয়ে থাকে তাহলে এ ধরনের উচ্চ মূল্যস্ফীতির মধ্যে আপনাকে এর আগে কখনও পড়তে হয়নি। দুর্ভাগ্যবশত সামনে এ থেকে মুক্তির আশা আমরা খুব একটা দেখতে পাচ্ছি না।

মে মাসে জ¦ালানির মূল্য বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৮ শতাংশ। এর মধ্যে গ্যাসোলিনের মূল্য বেড়েছে এক বছর আগের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ। এর ফলে মে মাসে বাৎসরিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৩ শতাংশ। এপ্রিলে এ হার ছিল যেখানে ৫ দশমিক ৮ শতাংশ।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ব্যাংক অব কানাডা নীতি নির্ধারণী সুদের হার এখন পর্যন্ত তিনবার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে। নীতি নির্ধারণী সুদের হার ১ দশমিক ৫ শতাংশে উন্নীত করতে চায় কানাডার কেন্দ্রীয় ব্যাংক।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, মে মাসে দোকানে খাবারের দাম বেড়েছে আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৭ শতাংশ। এই বদ্ধি এপ্রিলের মতোই। এছাড়া পায় সব মুদি পণ্রের দামই বেড়ে গেছে।

এডিবল ফাট ও অয়েলের দাম বেড়েছে গত বছরের মে মাসের তুলনায় ৩০ শতাশ, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এটা বেড়েছে মূলত রান্নার তেলের মূল্য বৃদ্ধির ওপর ভর করে। তাজা সবজির দাম বেড়েছে ১০ দশমিক ৩ শতাংশ।

মে মাসে সেবার মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এপ্রিলে বেড়েছিল ৪ দশমিক ৬ শতাংশ। কানাডিয়ানদের মধ্যে ভ্রমণ ও রেস্তোরাঁয় খাওয়ার প্রবণতা এর অন্যতম কারণ। ভ্রমণকারীদের থাকার ব্যয় বেড়েছে ৪০ দশমিক ২ শতাংশ। এছাড়া রেস্তোরাঁয় খাবারের দাম বেড়েছে ৬ দশমিক ৮ শতাংশ।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.