শনিবার, এপ্রিল ২০, ২০২৪
7.5 C
Toronto

Latest Posts

অবসর পরিকল্পনা পেছানোর কথা ভাবছেন কানাডিয়ানরা

- Advertisement -
ছবি/ অ্যাডভাইজরস্যাভি

খারাপ আর্থিক অবস্থার মধ্যে পড়ে অবসর পরিকল্পনা পুনর্বিবেচনা করে দেখছেন অনেক বয়স্ক কানাডিয়ান। নতুন এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় অংশ নেওয়া ৫৫ বছরের বেশি বয়সী ৫৪ শতাংশ কানাডিয়ান উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এ বছর তাদের অবসর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ৯ থেকে ১২ জুন পর্যন্ত অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউট আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডভাইজরস্যাভির জন্য সমীক্ষাটি পরিচালনা করে।

- Advertisement -

অ্যাডভাইজরস্যাভির প্রতিষ্ঠাতা সল আমোস গ্লোবাল নিউজকে বলেন, এটা মহামারি, চলমান যুদ্ধ এবং মূল্যস্ফীতির সম্মিলিত ফলাফল। পাম্পে হোক বা মুদি দোকানে অথবা বাড়িতে সাধারণ খরচের ক্ষেত্রেই হোক সবখানেই মূল্যস্ফীতি টের পাচ্ছেন লোকজন। ১০ থেকে ১৫ বছর আগে লোকজন যখন অবসরের পরিকল্পনা করতেন তখন এসব বিষয় বিবেচনায় নিতেন না।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি আরও কিছু বিষয়ও কানাডিয়ানদের অবসর পরিকল্পনা পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাকছে। যথেষ্ট সঞ্চয় ও বিনিয়োগ না হওয়ার কারণে অবসর পিছিয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশজনের মদ্যে ছয়জন। প্রতি দশজনের মধ্যে চারজন অবসর পেছাতে চান অত্যধিক ঋণের কারণে।

সন্তানদের আর্থিক সহায়তার প্রয়োজন থাকায় অবসর পরিকল্পনা স্থগিত করার কথা জানিয়েছেন সমীক্ষায় অংশ নেওয়া এক-চতুর্থাংশ কানডিয়ান। অবসরের বয়সে থাকা কানাডিয়ানদের মধ্যে যথেষ্ট উদ্বেগের বিষয়টিও উঠে এসেছে সমীক্ষায়। অবসরের পর অর্থ ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করেছেন সমীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে সাতজন। কখনই অবসর নিতে সক্ষম হবেন না বলে মনে করেন সমীক্ষায় অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে ৬ জনের বেশি কানাডিয়ান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে অবসরের পর আবারও কাজে ফিরতে হতে পারে বলে শঙ্কিত সমীক্ষায় অংশ নেওয়া এক-চতুর্থাংশ কানাডিয়ান।

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.